দেশ বিদেশ
গাজায় যুদ্ধবিরতি চালু রাখার চেষ্টায় মিশর ও কাতার
মানবজমিন ডেস্ক
(১ মাস আগে) ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৯:১৩ অপরাহ্ন
যুদ্ধবিরতি চালু রাখতে একযোগে কূটনৈতিক তৎপরতা তীব্র করছে মিশর ও কাতার। বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন মিশরের এক সিনিয়র সূত্র। ওই সূত্র আরো জানান, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে দুই দেশ। এর পরিপ্রেক্ষিতে তারা একযোগে একটি সমাধান খুঁজছে যা যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করবে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সূত্র আরো জানায়, যুদ্ধবিরতি চুক্তি চলমান রাখাই সবার উদ্দেশ্য, ওই চুক্তির যেকোনো পতন হলে তা পরিস্থিতি নতুন কোনো বিশৃঙ্খলার দিকে ধাবিত করবে। উচ্চ পর্যায়ের যোগাযোগ চলমান আছে, কায়রো ও দোহা সব পক্ষকে চুক্তির শর্ত মেনে চলার তাগিদ জানিয়েছেন বলেও জানান ওই সূত্র।