ঢাকা, ১২ মার্চ ২০২৫, বুধবার, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১১ রমজান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গাজীপুরে সাবেক মেয়র পুত্র রনির ইফতারের বিশেষ উদ্যোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২ মার্চ ২০২৫, রবিবারmzamin

গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত অধ্যাপক এম এ মান্নানের ছেলে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি প্রথম রোজা থেকে গণইফতারের বিশেষ উদ্যোগ নিয়েছেন। জেলা শহরের ভাওয়াল রাজবাড়ি ময়দানে প্রতিদিন কয়েক হাজার রোজাদারকে ইফতার করাতে ব্যাপক প্রস্তুতি রয়েছে। এজন্য এলাকায়, বিশেষ করে নগরের ২৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মসজিদেন মুসল্লিদের মধ্যে ওই ঘোষণা দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর প্রচার চলছে।
এম মঞ্জুরুল করিম রনি জানান, ফ্যাসিস্ট সরকারের আমলে বিগত বিগত ১৫-১৬ বছরে আমরা স্বাভাবিক জীবন যাপনই করতে পারিনি। নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের জন্য, বিশেষ করে অসহায় দরিদ্র মানুষের জন্য তেমন কিছু করা সম্ভব হয়নি। এজন্যই এবার এই ধরনের জনকল্যাণ ও সেবামূলক কাজের উদ্যোগ নেয়া হয়েছে। নিম্ন আয়ের ভাসমান, অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকজন যাতে সারাদিন রোজা শেষে ইফতার থেকে বঞ্চিত না হয়, সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রোজার প্রথম ১০ দিন ভাওয়াল রাজবাড়ী ময়দানে রোজাদারদের ইফতার করানো হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এই কর্মসূচি টঙ্গী, কোনাবাড়িসহ নগরের অন্যান্য স্থানে শুরু করা হবে। বিভিন্ন বয়সী রোজাদার নারী- পুরুষ যাতে ময়দানে এসে সুশৃংখলভাবে অংশ নিতে পারে সেজন্য পরিকল্পিতভাবে কয়েকটি টিম করে দেয়া হয়েছে। তিনি আরো জানান, প্রথম দিনে আমি ওই ময়দানে এসে রোজাদারদের সাথে ইফতারের অংশ নেব। পুরা রোজার মাস ধরে এ ধরনের ইফতার কর্মসূচি ছাড়াও হাজার হাজার নানা শ্রেণী-পেশার লোকজনের সাথে অসহায় ও দরিদ্র শ্রেণীর লোকজন নিয়ে একসঙ্গে যাতে ঈদ উদযাপন করা যায়, সেজন্য ও বিশেষ পরিকল্পনা রয়েছে। এসব আয়োজন যাতে সুশৃঙ্খল এবং অংশগ্রহণমূলক হয় সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল জানান, রোজাদারদের ইফতারের প্রথম দিনে খেজুর, মাংস খিচুড়ি ও পানির ব্যবস্থা করা হচ্ছে। প্রতিদিন সুশৃঙ্খলভাবে ইফতার মাহফিল  পরিচালনার জন্য কয়েকটি কমিটি করা হয়েছে। তার মধ্যে মূল কমিটির আহবায়ক গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মীর হালিমুজ্জামান ননি ও সদস্য সচিব সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন। আপ্যায়ন কমিটির আহবায়ক সিটি কর্পোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর হাসান আজমল ভূঁইয়া ও সদস্য সচিব সাইফুল ইসলাম টুটুল। শৃঙ্খলা কমিটির আহবায়ক মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আকম মোফাজ্জল হক।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status