দেশ বিদেশ
ক্লাসে ফেরার চেষ্টা জিনাত হুদার, কক্ষে তালা দিলেন শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
২১ মার্চ ২০২৫, শুক্রবারগণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপরীত অবস্থান নেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আওয়ামীপন্থি এক শিক্ষককে বয়কটের পরও বিভাগের স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার অভিযুক্ত শিক্ষকদের কক্ষে তালা দিয়েছেন। বিভাগটির শিক্ষার্থীরা জানান, আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের নেতা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. জিনাত হুদা বেশ কিছুদিন যাবৎ বিভাগের একাডেমিক কাজে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এরই অংশ হিসেবে তিনি কয়েকজন পিএইচডি গবেষক শিক্ষার্থীর থিসিস দেখেছেন ও ভাইবা নিয়েছেন। এতে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে জিনাত হুদার কক্ষে তালা দিয়ে প্রক্টর অফিসে চাবি জমা দিয়েছেন। বিক্ষোভ করেছেন ভিসি কার্যালয়ের সামনে। বিভাগটির শিক্ষার্থী তন্ময় সাজিদ মানবজমিনকে বলেন, আমরা সব মিলিয়ে ৬ জন শিক্ষককে বয়কট করি। এদের মধ্যে প্রফেসর ড. জিন্নাত হুদা, প্রফেসর ড. সাদেকা হালিম, প্রফেসর ড. আ. ক. ম. জামাল উদ্দিন, প্রফেসর ড. মাহমুদা খাতুন, প্রফেসর ড. মশিউর রহমান এবং ড. খায়রুল ইসলাম। এদের মধ্যে জিনাত হুদা বিভাগে ফিরে আসার চেষ্টা করেছেন। আমরা বিষয়টি ভিসির নজরে আনার জন্য প্রতিবাদলিপি দিয়েছি। তাতে কাজ না হওয়ায় উনার কক্ষে তালা দেয়া হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে সহকারী প্রক্টর ড. রফিকুল ইসলাম বলেন, প্রক্টর স্যার শিক্ষার্থীদের জানিয়েছিলেন যে, চাবিটি বিভাগীয় চেয়ারম্যানের কাছে জমা দিলে অধিক যৌক্তিক হয়। বিভাগীয় চেয়ারম্যান বলেছেন চাবিটি যেন আমরা রাখি কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে চাবিটি প্রক্টর গ্রহণ করেছেন।