বাংলারজমিন
আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি, মালামাল লুট
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
২১ মার্চ ২০২৫, শুক্রবারনারায়ণগঞ্জের আড়াইহাজারে পরপর দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। বুধবার রাত আনুমানিক আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ডাকাতদল প্রায় ৬ লাখ টাকার মালামার লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।
জানা যায়, মুখোশ পরিহিত একদল ডাকাত আড়াইহাজার পৌরসভার স্থানীয় ঝাউগড়া এলাকার বাতেন মোল্লার বাড়ির কেচি গেটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে রাখেন। একপর্যায়ে ঘরে আসবাবপত্র তছনছ করে আলমারীতে রাখা ২ লাখ টাকা ও ৬ ভরি ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। অপরদিকে একই বাড়িতে ভাড়াটিয়া শামীম নামের এক ব্যক্তির ঘরে ডাকাতরা প্রবেশ করেন। সেখান থেকে ৬ আনা ওজনের স্বর্ণালঙ্কার লুটে নেয়।
স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় কোনদিনও ডাকাতির ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। তাদের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে এলাকায় অপরাধমূলক কর্মকান্ড বেড়েছে। কিন্তু পুলিশ কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেনা। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি।