খেলা
রাফিনহাদের চোখ আর্জেন্টিনার দিকে
স্পোর্টস ডেস্ক
২২ মার্চ ২০২৫, শনিবার
এবারের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দেখায় গত নভেম্বরে কলম্বিয়ার মাঠে ২-১ গোলে হার দেখেছিল ব্রাজিল। গতকাল নিজেদের মাঠে একই স্কোরলাইনে জয় পায় সেলেসাওরা। আর পাঁচবারে চ্যাম্পিয়নদিদের চোখ এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার দিকে। ম্যাচ শেষ বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা বলেন, ‘জয়টা আমাদের খুব প্রয়োজন ছিল। শুধু খেলোয়াড় হিসেবে আমাদের জন্য নয়, আমাদের স্টাফ, প্রতিদিন যারা আমাদের সঙ্গে কাজ করেন এবং ভক্ত-সমর্থকরা, সবার জন্যই (এই জয় খুব গুরুত্বপূর্ণ)। আমাদের আত্মবিশ্বাস জোগানোর জন্য জয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সামনে এখনও অনেক লড়াই বাকি। আমার মতে, এই টার্নিং পয়েন্টটাই আমাদের দরকার ছিল।’
চলতি মৌসুমে ক্লাব বার্সেলোনার হয়ে দুর্দান্ত খেলে চলেছেন রাফিনিয়া। চ্যাম্পিয়ন্স লিগের ২০২৪-২৫ মৌসুমে এ পর্যন্ত ১১ গোল করে ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন তিনি।
জাতীয় দলের হয়ে বছরের প্রথম ম্যাচে অবশ্য ওভাবে আলো ছড়াতে পারেননি তিনি, তবে সফল স্পট কিকে তিনিই জয়ের পথ দেখান। ম্যাচ শেষে তার কণ্ঠে ঝরল জয়ের উচ্ছ্বাস; তবে পরমুহূর্তেই ‘অতীত’ হয়ে যাওয়া ম্যাচটি ভুলে সামনের লড়াইয়ে মন দিলেন তিনি।
রাফিনহা বলেন, ‘অতীতে যা হয়েছে, তা নিয়ে আমাদের ভাবার দরকার নেই। ভবিষ্যতে দৃষ্টি দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার মতে, আজকের ম্যাচ নিয়ে সবকিছু এখানেই শেষ। এখন আমাদের আর্জেন্টিনার বিপক্ষে সামনের ম্যাচ নিয়ে ভাবতে হবে এবং তাদেরকে হারানোর জন্য প্রস্তুত হতে হবে।’
দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে ব্রাজিল। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।
আগামী বুধবার চিরপ্রতিদ্বন্দ্বীদের মাঠেই পরের ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এবারের বাছাইপর্বে প্রথম দেখায়, ২০২৩ সালের নভেম্বরে ব্রাজিলকে তাদের মাঠেই ১-০ গোলে হারিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।