বাংলারজমিন
অসহায় প্রতিবন্ধীকে সেলাই মেশিন উপহার দিল র্যাব
ময়মনসিংহ প্রতিনিধি
২৬ মার্চ ২০২৫, বুধবারএক অসহায় প্রতিবন্ধী মো. আবু রায়হান (৪৮)কে সেলাই মেশিন উপহার দিয়েছে ময়মনসিংহ র্যাব-১৪। সোমবার সকাল ১১টার দিকে র্যাব-১৪’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান তার হাতে সেলাই মেশিন তুলে দেন। রায়হান জেলার গৌরীপুর উপজেলার মৃত ওসমান গনির ছেলে।
অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, সমাজে প্রতিবন্ধীরাও আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে পারে। তারা সমাজের বোঝা নয়, সম্পদ। র্যাব-১৪’র এমন সহায়তা অব্যাহত থাকবে। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, সমাজের শিল্পপতি, সমাজপতি, ও জনপ্রতিনিধিসহ সামর্থ্যবান মানুষ যদি অসহায় মানুষদের সাহায্যে এগিয়ে আসেন, তবে খুব দ্রুতই বৈষম্যহীন সমাজ গড়ে উঠবে।