বাংলারজমিন
সিলেট ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মার্চ ২০২৫, বুধবারসিলেটে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছিনতাইয়ের প্রস্তুতির সময় নগরীর বন্দরবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাকৃতরা হলো- শাহপরাণ থানার টিকরীপাড়া (উত্তর পাড়া) গ্রামের মো. শফিক মিয়ার ছেলে মো. আইন উদ্দিন, হাতুড়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে আলমগীর হোসেন এবং দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার সিলামের শমসু মিয়ার ছেলে জামিল আহমদ। পুলিশ জানায়- রোববার রাতে বন্দরবাজার এলাকাস্থ সিটি সুপার মার্কেটের সামনে হতে ছিনতাইয়ের প্রস্তুতির সময় তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে একাধিক চুরি ও ছিনতাই মামলা পাওয়া যায়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।