ঢাকা, ৪ এপ্রিল ২০২৫, শুক্রবার, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৪ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কুষ্টিয়ায় সমন্বয়ক পরিচয়ে ওসিকে ট্রান্সফারের হুমকি

কুষ্টিয়া প্রতিনিধি
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবারmzamin

কুষ্টিয়ায় সমন্বয়ক পরিচয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মেহেদী হাসানকে ট্রান্সফারের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয় থানার মধ্যে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে করে থানা কর্তৃপক্ষ। এছাড়া একই সময় থানার মধ্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলে অভিযোগ উঠেছে কুষ্টিয়ার সমন্বয়ক পরিচয় দাতা সাব্বিরের বিরুদ্ধে। জানা যায়, জমিসংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষের ঘটনা সমাধান করতে থানায় আসেন ইবি থানাধীন সুগ্রীবপুর গ্রামের স্থানীয় এলাকাবাসীরা। থানায় বিষয়টি সমাধানের জন্য সবাই ঐকমত্য পোষণ করলে বৈঠক শেষ হয়। মীমাংসার পরেও ওসি’র রুমে এতো লোকজন কেন- প্রশ্ন তুলে সাব্বির হট্টগোল শুরু করেন বলে জানান কর্তৃপক্ষ। 

এলাকাবাসী চলে যাওয়ার পর উপস্থিত কুষ্টিয়া আঞ্চলিক এক সাংবাদিককে দেখে নেয়ার হুমকি দেয় সমন্বয়ক সাব্বির। পরে সাব্বির এসপি ও ডিআইজিকে মুঠোফোনে কল করে বিষয়টি জানিয়ে ওসিকে ট্রান্সফারের ব্যবস্থা করার হুমকি দেয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ বিষয়ে স্থানীয় ওই সাংবাদিক মহসিন কবির বলেন, আমি ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও হট্টগোল দেখে সংবাদ সংগ্রহের জন্য ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করলেই আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। আমি কথা বাড়ালে আমাকে হেনস্তা করে। সাংবাদিক হিসেবে তথ্য সংগ্রহকালে আমার সঙ্গে এমন হবে- এটা কখনো প্রত্যাশা করিনি। এ বিষয়ে অভিযুক্ত সাব্বির বলেন, জমিসংক্রান্ত বিষয় মীমাংসার জন্য আমি থানায় গিয়েছিলাম। কিন্তু ওসিকে ট্রান্সফার করবো এমন কিছু আমি বলিনি। আমি বিষয়টি মিমাংসার পর থানা থেকে চলে এসেছি। এ বিষয়ে ওসি বলেন, ইবি থানাধীন সুগ্রীবপুর জমিসংক্রান্ত একটি বিষয় নিয়ে থানায় মীমাংসা হয়। মিমাংসার পরে এলাকার সুধীজনরা আমার সঙ্গে দেখা করতে এলে সমন্বয়ক পরিচয় দাতা সাব্বির বাহিরে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করে বলে অফিসার ও এলাকাবাসী আমাকে জানান। বিষয়টি আমি আমার উপরের কর্তৃপক্ষকে জানিয়েছি। একজন শিক্ষার্থী বা সমন্বয়ক পরিচয় দিয়ে এমন ব্যবহার আমরা প্রত্যাশা করিনা। তিনি আরও বলেন, থানায় এসে আমাকে ট্রান্সফারের হুমকি দিয়েছে বলে জানিয়েছে ডিউটিরত অফিসারগণ। এছাড়াও সাব্বির মাঝে-মধ্যেই থানার অফিসারদের হুমকি-ধমকি দেয়। সমন্বয়ক পরিচয়ে পুলিশ অফিসারদের মাঝেমধ্যেই খাগড়াছড়ি, বান্দরবান ট্রান্সফারের হুমকি দেয় সাব্বির। এছাড়া তার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন বিষয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নিয়েছে এমন অভিযোগ আমরা পেয়েছি। আমরা সব বিষয়গুলো খতিয়ে দেখছি।

পাঠকের মতামত

কুষ্টিয়ায় সমন্বয়ক পরিচয়ে ওসিকে ট্রান্সফারের হুমকি : ওসির অনেক দায়িত্ব,জরুরী ভিত্তিতে এই সমস্ত নেতাকে আইনের আওতায় আনা খুব জরুরী।কারোর কথায় পুলিশকে ট্রান্সফার করা যাবে না,পুলিশ স্বাধীনভাবে কাজ করবে অপরাধীকে ধরে আইনের আওতায় আনবে।

আমিন
৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৩:৫৩ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status