ঢাকা, ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শাওয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

৩ হাজার কোটি টাকা নিয়ে লাপাত্তা সমবায় সমিতি

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
৭ এপ্রিল ২০২৫, সোমবার

জামালপুরের মাদারগঞ্জে ৩৫ হাজার গ্রাহকের প্রায় তিন হাজার কোটি টাকা ফেরতের দাবিতে ও প্রতারক সমবায় সমিতির পরিচালকদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল, বিক্ষোভ সমাবেশ, থানার প্রধান ফটকে অবস্থান ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে প্রথমে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমবেত হয় কয়েক হাজার গ্রাহক। সেখানে সমাবেশের পর দুপুর ১২টার দিকে ঝাড়ু মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদারগঞ্জ মডেল থানার প্রধান ফটক ও আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন আন্দোলনকারী গ্রাহকরা। আন্দোলনকারী গ্রাহকরা সড়কে অবস্থান নেয়ায় মাদারগঞ্জ শহরের সঙ্গে জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মাদারগঞ্জে বিভিন্ন সমবায় সমিতিতে আমানতকৃত অর্থ উদ্ধারের জন্য সহায়ক কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করছেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- টাকা উদ্ধার কমিটির আহ্বায়ক শিবলুল বারী রাজু, উপজেলা বিএনপি সদস্য ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেস, উপজেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মাফিজুর রহমান, টাকা উদ্ধার কমিটির সদস্য সোনা মোল্লা, ভুক্তভোগী আমানতকারী আসমা বেগম, লিয়াকত আলী, সাদ্দাম হোসেন প্রমুখ। 
এদিকে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশে আসার পথে ফাতেমা বেগম নামে এক গ্রাহকের স্ট্রোক করে মৃত্যু হয়েছে। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status