বাংলারজমিন
বগুড়ায় দুই সাংবাদিকের ওপর হামলা
ভ্রাম্যমাণ প্রতিনিধি, বগুড়া থেকে
৭ এপ্রিল ২০২৫, সোমবার বগুড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় দুই সাংবাদিক আহত হয়েছেন। রোববার দুপুরে শহরের জলেশ্বরীতলা এলাকার লাবাম্বার মোড়ে এই হামলার ঘটনা ঘটে। আহত দুই সাংবাদিক মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি খোরশেদ আলম ও স্থানীয় একটি অনলাইন পোর্টালের প্রতিবেদক আসাউদ্দৌলা নিয়ন। তারা বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আহত নিয়ন ডান চোখে গুরুতর আঘাত পেয়েছেন। হামলার শিকার দুই সাংবাদিক জানান, গতকাল দুপুরে তারা জলেশ্বরীতলার লাবাম্বার মোড়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। ঠিক ওই সময় ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত তাদের বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা দুই সাংবাদিককে উপর্যুপরি পিটিয়ে আহত করে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন সাংবাদিকরা। পুলিশ বলছে- জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, আমরা বিষয়টি জানার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সিসি ফুটেজ সংগ্রহ করে দ্রুত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।