ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

কাশ্মীরে পুনরায় হামলার শঙ্কা, বন্ধ ৪৮টি পর্যটন কেন্দ্র

মানবজমিন ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫, বুধবার

পেহেলগামে সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পার না হতেই পুনরায় হামলার বিষয়ে সতর্ক করেছেন ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। সতর্কতাস্বরূপ ওই অঞ্চলের ৮৭টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৪৮টি বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ খবর দিয়েছে অনলাইন ইন্ডিয়া টুডে। একাধিক সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পেহেলগামে হামলার পর উপত্যকাটির আরও বেশ কিছু গুপ্ত সন্ত্রাসী সংগঠন সক্রিয় হয়েছে এবং তাদেরকে হামলার নির্দেশ দেয়া হয়েছে। ২২শে এপ্রিল ওই হামলার পর আবারো হামলার পরিকল্পনা করছে ওই সন্ত্রাসী সংগঠনগুলো। এক্ষেত্রে তারা স্থানীয় ব্যক্তি এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছে গোয়েন্দা সূত্র। তারা এর জন্য পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলোর দিকে ইঙ্গিত করছে। যদিও এ বিষয়ে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ইন্ডিয়া টুডের কথিত এসব সূত্র। সংবাদমাধ্যমটি বলছে- তাদের সূত্র ইঙ্গিত দিয়েছে যে, শ্রীনগর এবং গান্ডারবাল জেলার অস্থানীয় ব্যক্তি, সিআইডি কর্মী এবং কাশ্মীরি পণ্ডিতদের লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)।

ইন্ডিয়া টুডের সূত্রের মতে, ভারতীয় গোয়েন্দা প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে- উত্তর, মধ্য এবং দক্ষিণ কাশ্মীর জুড়ে সক্রিয় সন্ত্রাসীরাও টার্গেট কিলিংয়ের পরিকল্পনা করছে। পেহেলগামে হামলার পর স্থানীয় সন্ত্রাসীদের বাড়িঘর ধ্বংসের প্রতিশোধ হিসেবে নতুন করে আরও বৃহৎ হামলার পরিকল্পনা করা হচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহের মঙ্গলবার ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এতে ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সম্পর্কে এখন চরম উত্তেজনায় পৌঁছেছে। পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে উভয় দেশ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status