দেশ বিদেশ
ঢাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবাররাজধানীর কুড়িল বিশ্বরোড বিআরটিসি কাউন্টারের পেছনে ও ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের আনুমানিক বয়স ৫০ ও ৬৫ বছর। গতকাল দুপুরের দিকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) মো. বজলুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে সোমবার সন্ধ্যা সাতটার দিকে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি কাউন্টারের পেছনে রেললাইন থেকে একজনের মরদেহ উদ্ধার করি। স্থানীয় লোকজনের মুখে জানতে পারি রেললাইন দিয়ে হাঁটার সময় সিরাজগঞ্জ এঙপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়।
অপর ব্যক্তির বিষয়ে তিনি বলেন, ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রেললাইন ধরে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যমুনা এঙপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ৬৫ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্যু হয়। তিনি বলেন, আমরা দুইজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত দুই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।