ঢাকা, ৯ মে ২০২৫, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ, ১০ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

আজারবাইজানের সঙ্গে সংযোগ বাড়াতে সম্মত প্রধান উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
৩০ এপ্রিল ২০২৫, বুধবার

ব্যবসা ও বাণিজ্যের প্রসারে এবং শিক্ষার্থীদের জন্য বৃত্তি কর্মসূচি বিনিময় বাড়ানোর লক্ষ্যে আজারবাইজানের সঙ্গে সংযোগ বাড়াতে সম্মত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মাম্মাদভ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আগ্রহের কথা জানান। এ সময় প্রধান উপদেষ্টা ঢাকায় আজারবাইজানের দূতাবাস চালু এবং ঢাকা ও বাকুর মধ্যকার সরাসরি ফ্লাইট চালুর ওপর জোর দেন। সফররত উপমন্ত্রীকে তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আজারবাইজান অনেক দূরের দেশ। একটি সরাসরি ফ্লাইট বাংলাদেশি শিক্ষার্থীদের আজারবাইজানে জ্বালানি সেক্টরের ওপর পড়ালেখা করতে পারবে। একইভাবে আজারবাইজানের শিক্ষার্থীরা আমাদের এখান থেকে পোশাক খাতের ওপর পড়ালেখা করতে আগ্রহী হবে। প্রফেসর ইউনূস বলেন, এখানে দূতাবাস চালু হলে ভিসা নিয়ে ভোগান্তিও দূর হবে। দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে বাংলাদেশে আপনার উপস্থিতি বাড়ানো গুরুত্বপূর্ণ। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করা, বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, প্রযুক্তি, অবকাঠামো এবং সাংস্কৃতিক বিনিময়ের বিষয়ে আলোচনা হয়।
এ সময় প্রধান উপদেষ্টা গত নভেম্বরে আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত কপ-২৯ সম্মেলনের ফাঁকে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন। তিনি আজারবাইজান সরকারকে সফলভাবে কপ-২৯ সম্মেলনের আয়োজন করার জন্য অভিনন্দন জানান। তিনি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভকে তার ধন্যবাদ জানানোর জন্য উপমন্ত্রীকে অনুরোধ করেন কারণ তিনি বাকুতে দুই নেতার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দেশটি থেকে উচ্চতর একটি প্রতিনিধিদল বাংলাদেশে পাঠিয়েছেন। প্রধান উপদেষ্টা বাংলাদেশে আজারবাইজানের বিনিয়োগকারীদের বিনিয়োগের জন্য অনুরোধ করেন। বলেন, আপনারা বাংলাদেশের ব্যাপক জনশক্তির সুযোগটি গ্রহণ করুন। আমরা আপনার দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের সম্ভবনা অন্বেষণের আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের প্রায় ১৮০ মিলিয়ন মানুষ রয়েছে। যার অর্ধেকই তরুণ। তাই আপনারা কারখানা স্থাপন করলে এখানে কর্মীর অভাব হবে না। আজারবাইজানের উপমন্ত্রী বলেন, আগামী দুই বছর পর বাংলাদেশ এবং আজারবাইজানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৩৫ বছর পূর্তি উপলক্ষে আমরা দুই দেশের মধ্যকার কৌশলগত সম্পর্কের উন্নয়ন করতে চাই। আমরা এখানে এসেছি আমাদের সম্পর্ক আরও গভীর করতে। উপ-পররাষ্ট্রমন্ত্রী মাম্মাদভ প্রধান উপদেষ্টাকে আজারবাইজানের আসান এবং ডোস্ট মডেলের সারাংশ তুলে ধরেন, যা দুর্নীতি হ্রাস এবং জনসেবায় দক্ষতা, স্বচ্ছতা ও কার্যকারিতা বাড়াতে কাজ করে। প্রধান উপদেষ্টা আসান এবং ডোস্ট সেবার ধারণার প্রশংসা করেন এবং বাংলাদেশে এ প্ল্যাটফরমগুলো প্রয়োগের সম্ভাবনা অনুসন্ধানের আশাবাদ ব্যক্ত করেন। আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ২০২৫ সালের জুলাই মাসে আজারবাইজানে অনুষ্ঠিতব্য ইকোনমিক কো-অপারেশন অর্গানাইজেশনের ১৭তম শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য আজারবাইজানের প্রেসিডেন্টের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করেন।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status