দেশ বিদেশ
সাংবাদিকদের উন্নয়নে কাজ করছে সরকার- শফিকুল আলম
মাগুরা প্রতিনিধি
১৭ মে ২০২৫, শনিবারপ্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, দেশ এখন ভালোই চলছে। ফ্যাস্টিস্ট সরকারের আমলে এদেশের মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারেনি। সাংবাদিকদের উন্নয়নে সরকার কাজ করছে। আমরা ওয়েজ বোর্ড তৈরি করেছি। যেসব পত্রিকা মফস্বল সাংবাদিকদের বেতন ও সম্মানি দেয় না আমরা তাদের যথাযথভাবে প্রাপ্য বেতন দেয়ার জন্য আহ্বান করেছি। কারণ একজন মফস্বল সাংবাদিক মাঠে মাঠে সংবাদ সংগ্রহ করে সঠিক তথ্য তুলে ধরে। গতকাল বিকালে মাগুরা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব বলেন। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ এখন নিষিদ্ধ হয়েছে। দেশের মানুষ স্বস্তি ফিরে পেয়েছে। সংস্কার হচ্ছে। পরিপূর্ণ সংস্কার শেষে আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেশে একটি পার্লামেন্ট সরকারের নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে। আমরা চাই একটি নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন। সভায় আরও বক্তব্য রাখেন- মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সম্পাদক শফিকুল ইসলাম শফিক, যুগ্ম-সম্পাদক মাসুম বিল্লাহ, দপ্তর সম্পাদক শেখ ইলিয়াস মিথুন, ক্রীড়া সম্পাদক শাহীন আলম তুহিন, নির্বাহী সদস্য শরীফ তেহরান টুটুল, সদস্য রুপক আইচ, শরীফ স্বাধীন প্রমুখ।