দেশ বিদেশ
আইএমএফের বিরুদ্ধে পরোক্ষ সন্ত্রাসবাদে অর্থ যোগানোর অভিযোগ ভারতের প্রতিরক্ষামন্ত্রীর
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
১৭ মে ২০২৫, শনিবারপাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থ সাহায্য সন্ত্রাসবাদে পরোক্ষ অর্থায়নের একটি রূপ। এই অভিযোগ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারতের আপত্তি সত্ত্বেও আইএমএফ পাকিস্তানকে এক বিলিয়ন ডলার অর্থ সাহায্যের ঘোষণা দিয়েছে। শুক্রবার গুজরাটের ভূজ আইএএফ স্টেশনে ভারতীয় বিমান বাহিনীর? কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেয়ার সময় প্রতিরক্ষামন্ত্রী বলেন, পাকিস্তানকে যেকোনো ধরনের আর্থিক সহায়তা সন্ত্রাসবাদে অর্থায়নের চেয়ে কম কিছু নয়। তিনি বলেন, পাকিস্তান অপারেশন সিঁদুরের সময় ভারত কর্তৃক ধ্বংস হওয়া সন্ত্রাসী নেটওয়ার্ক পুনঃনির্মাণের চেষ্টা করছে। তাই রাজনাথ সিং পাকিস্তানকে আইএমএফের দেয়া তার সর্বশেষ আর্থিক প্যাকেজ পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন। তিনি মনে করেন, আইএমএফ ঋণের একটি উল্লেখযোগ্য অংশ “অবশ্যই” সন্ত্রাসী অবকাঠামোর তহবিলে ব্যবহৃত হবে। এই প্রসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী উল্লেখ করেন, পাকিস্তান সরকার মুরিদকে এবং বাহাওয়ালপুরে অবস্থিত লস্কর-ই-তৈয়বা (এলইটি) এবং জৈশ-ই-মোহাম্মদের (জেইএম) সন্ত্রাসী অবকাঠামো পুনঃনির্মাণের জন্য আর্থিক সহায়তার ঘোষণাও করেছে। আইএমএফ থেকে আসা এক বিলিয়ন ডলারের একটি উল্লেখযোগ্য অংশ অবশ্যই এই সন্ত্রাসী অবকাঠামোর তহবিলের জন্য ব্যবহার করা হবে। এটি কি আইএমএফের পরোক্ষ তহবিল হিসেবে বিবেচিত হবে না? সিং বলেন, গত সপ্তাহে পাকিস্তান সেনাবাহিনীর লক্ষ্যবস্তুতে ভূজ বিমানঘাঁটি ছিল অন্যতম।