ঢাকা, ১৭ মে ২০২৫, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ জিলক্বদ ১৪৪৬ হিঃ

দেশ বিদেশ

মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
১৭ মে ২০২৫, শনিবার

দি বারাকাহ্‌ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এপিলেট ডিভিশনের প্রাক্তন বিচারপতি ও বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার মরহুম বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের স্মরণে জীবনালেখ্য ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিয়াম অডিটোরিয়ামে দি বারাকাহ ফাউন্ডেশনের উদ্যোগে ‘জীবনালেখ্য ও দোয়া’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামিক আরবী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. শামসুল আলম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট এ কে এম বদরুদ্দোজা, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চিফ এক্সিকিউটিভ অফিসার ড. মিয়া মোহাম্মদ আইয়ুব, এডিশনাল অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ, ট্রপিক্যাল হোমসের ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বারাকাহ ফাউন্ডেশনের চিফ এক্সিকিউটিভ প্রফেসর ডা. এম. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর ডা. মো. মতিয়ার রহমান। দোয়া অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বারাকাহ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর ডা. সৈয়দ আফজালুল করিম। ধন্যবাদ জ্ঞাপন করেন সাহাবুদ্দিন মেডিকেল কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. রুহুল আমিন। অনুষ্ঠানে বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে নানা আলোচনা করেন বক্তারা। বারাকাহ ফাউন্ডেশনের অধীন হাসপাতালসমূহের উত্তরোত্তর উন্নয়নের জন্য আবদুর রউফ সব সময় দিকনির্দেশনা প্রদান করতেন বলে তারা জানিয়েছেন। তিনি দরিদ্র রোগীদেরকে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে সব সময় সাপোর্ট দিতেন। বারাকাহ ফাউন্ডেশনের প্রাণপুরুষ বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে বারাকাহ পরিবার গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বারাকাহ জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ইনসাফ বারাকাহ হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন, জেনারেল ম্যানেজার অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স মোজাফফর হাসান খান মজলিস, বারাকাহ জেনারেল হাসপাতালের জিএম শাহজাহান সিরাজ, ডিজিএম আল কাইয়ুম আল ফয়সাল, এজিএম মুহা. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম শাওন, বারাকাহ ফাউন্ডেশনের ম্যানেজার মনোয়ার হোসেন রানা, এসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) হোসাইন মোহাম্মদ দুলাল, আব্দুল কুদ্দুস, মো. সোহরাব আকন্দ, মো. হিরো মিয়া প্রমুখ।

দেশ বিদেশ থেকে আরও পড়ুন

আরও খবর

দেশ বিদেশ সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status