ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

খেলা

রিশাদের ৩ উইকেটের দিন অনাকাঙ্ক্ষিত রেকর্ড সাকিবের, ফাইনালে লাহোর

স্পোর্টস ডেস্ক

(১ দিন আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৮ অপরাহ্ন

mzamin

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) লাহোর কালান্দার্সের ম্যাচে গতকালও মেহেদী হাসান মিরাজ ছিলেন মাঠের বাইরে। গতকাল সাকিব আল হাসানের সঙ্গে একাদশে নামেন রিশাদ হোসেনও। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিব যখন ব্যাটে-বলে ব্যর্থ, তখন নিজের ওপর আস্থার প্রতিদান দুর্দান্তভাবে দিয়েছেন আরেক টাইগার ক্রিকেটার। সাকিবের অনাকাঙ্ক্ষিত রেকর্ডের দিন তার চেয়ে কিছুটা বেশি খরুচে বোলিংয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন রিশাদ। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বড় জয়ে ফাইনালে পৌঁছে গেছে লাহোর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৯৫ রানের জয়ের দিন টসে জিতে আগে ব্যাটিংয়ে যায় লাহোর কালান্দার্স। নির্ধারিত ওভারে ৮ উইকেটে তাদের পুঁজি দাঁড়ায় ২০২ রানের। রান তাড়ায় ১৫.১ ওভারে ১০৭ রানে গুঁটিয়ে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এদিনও শূন্য রানে ফেরেন সাকিব। আগের ম্যাচে গোল্ডেন ডাকের পর গতকাল এই টাইগার ব্যাটার খেলতে পারেন স্রেফ দুই বল। পিএসএলের দুই ম্যাচেই শূন্যতে ফিরে টি-টোয়েন্টিতে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউটের তালিকায় চূড়ায় উঠে গেছেন সাকিব। যদিও দুটি ম্যাচেই তিনি নামেন শেষ দিকে এবং আউট হয়েছেন দ্রুত রান তোলার চেষ্টায়। আগের ম্যাচেও রানছাড়া ফিরে গিয়ে সৌম্য সরকারের (৩১) সঙ্গে যৌথভাবে শীর্ষে জায়গা করেন সাকিব। ৩২ বার শূন্যতে কাটা পরে অনাকাঙ্ক্ষিত রেকর্ডটি এখন এককভাবে তারই। যদিও সাকিব খেলেছেন বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ৪১০ ইনিংস। সৌম্য খেলেন ২৩২ ইনিংস। এদিন বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়ে কোনো উইকেট না পেয়ে ৯ ইকোনোমিতে ২৭ রান দেন সাকিব। ইসলামাবাদের ইনিংসে প্রথম ওভারেই মোহাম্মদ শেহজাদকে তুলে নেন লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। পরের ওভারে সালমান মির্জা ফেরান শাহিবজাদা ফারহানকে। এরপর দ্রুতই রাসি ভ্যান ডার ডুসেন ও ইমাদ ওয়াসিমকে ফিরিয়ে প্রতিপক্ষকে কোণঠাসা করে ফেলেন সালমান। দলীয় ৪৪ রানে ৪ উইকেট হারানো ইসলামাবাদের ইনিংস গড়ছিলেন সালমান আগা ও শাদাব খান। বোলিংয়ে এসে ১৬ রানের মধ্যে দুজনকেই ফেরান রিশাদ। এরপর জিমি নিশামকেও আউট করে লাহোরকে জয়ের বন্দরে নিয়ে যান এই ডানহাতি বোলার। ৩ ওভারে ৩ উইকেট নিতে তিনি খরচ করেছেন ৩৪ রান। সালমান-রিশাদের পর বাকি কাজটুকু সারেন শাহিন আফ্রিদি। ইসলামাবাদের শেষ দুটি উইকেট তুলে নেন এই পাকিস্তানি পেসার। ৩ উইকেট নিতে তার খরচ স্রেফ ৩ রান। এই মাঠেই আগামীকাল ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মুখোমুখি হবে লাহোর।
 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status