বাংলারজমিন
পিআইবি’র চেয়ারম্যানের সঙ্গে শ্যামনগর প্রেস ক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
২৫ মে ২০২৫, রবিবারবাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম শ্যামনগর প্রেস ক্লাব পরিদর্শন করেন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ২৩শে মে বিকাল ৫টায় শ্যামনগর প্রেস ক্লাবের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের অর্ধশত সংবাদকর্মী উপস্থিত ছিলেন। শ্যামনগর প্রেস ক্লাব সভাপতি সহকারী অধ্যাপক সামিউল মনির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবি’র চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিআইবি’র সচিব আব্দুস সবুর মণ্ডল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামনগর প্রেস ক্লাবের সহ-সভাপতি জাহিদ সুমন, সেক্রেটারি মোস্তফা কামাল, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেস ক্লাবের সেক্রেটারি মাসুম বিল্লাহ, রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি গাজী আল ইমরান প্রমুখ।