ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে হামলা

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

(১ দিন আগে) ২৪ মে ২০২৫, শনিবার, ৯:১৫ অপরাহ্ন

mzamin

 শাহরাস্তির চিতোষী ডিগ্রী কলেজের অধ্যক্ষের যোগদানকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাস ও বাহিরে  হামলার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন ব্যক্তি হামলার শিকার হন বলে  স্থানীয়রা জানান। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ওই ঘটনার  উত্তেজনা নিরসনে শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার (ভূমি), এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার ও শাহরাস্তি থানার একদল পুলিশ প্রশাসনের পাশাপাশি হাজীগঞ্জ সেনাক্যাম্পের সদস্যরা উপস্থিত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 
জানাগেছে, গত ২০২২ সালের ডিসেম্বর মাসের ১৭ তারিখ তিনি মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া এমপিও ভুক্ত অধ্যক্ষ হিসেবে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার নাসিরকোট কলেজ থেকে চিতোষী ডিগ্রি কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। তৎকালীন বিগত সরকারের সময়  উপজেলা স্থানীয়  রাজনৈতিক নেতাদের দ্বন্দ্বে শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ  দ্বিধা বিভক্ত  হয়ে পড়ে। যার ফলশ্রুতিতে বিষয়টি মামলা গড়িয়ে অধ্যক্ষ  আনোয়ার হোসেনের এমপিও আদালতে রায়ের অপেক্ষায় ঝুলে যায়। পরে আনোয়ার হোসেনের  মামলাটি তার আবেদনের প্রেক্ষিতে ২০২৪ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ আদালতে লিপিবদ্ধ হয়।  একই মাসের ২৯ তারিখ আদালত ৬ মাসের মধ্যে তাকে আনোয়ার হোসেনের চাকরি এমপিওভুক্ত করার আদেশ দান করে জাতীয় বিশ্ববিদ্যালয়, মাউসিকে। পরবর্তীতে প্রতিপক্ষের আপিলের প্রেক্ষিতে বিষয়টি কিছুদিন ঝুলে থাকলে তার রুটি রোজগার ব্যাহত হয়। একপর্যায়ে বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রদান বিচারপতির আপিল বেঞ্চ তাকে অধ্যক্ষকে  এমপিওভূক্ত করার চূড়ান্ত রায় প্রদান করেন। ওই প্রেক্ষিতে চলতি বছরের এপ্রিল মাসের ২১ তারিখ মাউসির বোর্ড মিটিংয়ে তার এমপিও ভুক্তির সিদ্ধান্ত গৃহীত করে আদেশ প্রদান করে। একই ভাবে শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের মে মাসের ৬ তারিখ এমপিওভুক্তির পক্ষে আদেশ প্রদান করে চিঠি প্রদান করে। ওই হিসেবে শনিবার তিনি অধ্যক্ষ হিসেবে অত্র কলেজে যোগদান করে মতবিনিময় সভা করেন। ওই বৈঠক চলাকালে কতিপয় যুবক মিটিং এর ছবি ধারণ করতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায় ওই যুবককে অন্যপক্ষ বাধা দিলে বিষয়টি কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়ে চরম উত্তেজনা সৃষ্টি করে। এক পর্যায়ে ধাওয়া পাল্টা হামলা  ও হাতাহাতিতে রুপ নেয়। এতে কলেজের শিক্ষক আবু সাঈদ ও কামরুন নাহার লিপি দুর্বৃত্তদের আঘাতে  হেনস্থার শিকার হন। একইভাবে ক্যাম্পাসের বাইরে আরো অন্তত আট জন হামলার শিকার হন বলে শোনা যায়। কলেজ অধ্যক্ষ আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, আমি আদালতের ন্যায্য বিচারে স্বীয় পদে অধিষ্ঠিত হয়েছি। আমার কাজ হল শিক্ষার্থীদের নিয়ে কলেজের উন্নতি সাধন করা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মোঃ জহিরুল ইসলাম, শাহরাস্তি উপজেলা জামায়েত ইসলামের আমির মোহাম্মদ মোস্তফা কামাল, উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, আজগর হোসেন মিয়াজি, ইউনিয়ন বিএনপি নেতা সোহেল হোসেন প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status