বাংলারজমিন
সীতাকুণ্ড প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভা অনুষ্ঠিত
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
২৫ মে ২০২৫, রবিবারঐতিহ্যবাহী সীতাকুণ্ড প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সভা গত বৃহস্পতিবার বিকালে ক্লাবের নিজস্ব হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু। এর আগে প্রেস ক্লাব পুনরায় উদ্ধারের চারদিন পর একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ কার্যকরী সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী এবং সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ নজরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সভাপতি মো. খাইরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মো. সালাউদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী এবং অফিস, পাঠাগার ও সমাজকল্যাণ সম্পাদক আবুল খায়ের। সভায় ক্লাবের সাংগঠনিক উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সদস্যদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয় ও একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।