ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মাদারীপুরে ১০ দফা দাবিতে জ্বালানি তেল বিক্রি বন্ধ

মাদারীপুর প্রতিনিধি
২৬ মে ২০২৫, সোমবার

মাদারীপুরে ১০ দফা দাবিতে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেল বিক্রি বন্ধ করা হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলার বৈধ ১৬টি পেট্রোল পাম্পে এ কার্যক্রম পালন করা হয়। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের সংগঠনের এ সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েন ক্রেতারা।
জানা যায়, জ্বালানি তেল বিক্রির কমিশন ন্যূনতম শতকরা ৭ টাকা, সওজের জমি ইজারা সহজ করা, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর থেকে লাইসেন্স বাতিল, ট্যাংকলরি চালকদের ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে হয়রানি বন্ধসহ ১০ দফা দাবি তোলেন মালিকপক্ষ। এ সময় ফিলিং স্টেশনগুলোতে অকটেন, পেট্রোল, ডিজেল, কোরোসিনসহ জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়। এতে জেলার ১৬টি বৈধ পাম্পের শ্রমিক-কর্মচারীদের এ সময় অলস সময় কাটাতে দেখা যায়। তেল কিনতে এসে বিড়ম্বনা আর ভোগান্তিতে পড়েন বিভিন্ন যানবাহনের চালকরা। মোটরসাইকেলচালক ইসমাইল হোসেন বলেন, পাম্পে এসে দেখি পাম্পে তেল বিক্রি বন্ধ। এখন নিরুপায় হয়ে পড়েছি। এটা আগেভাগে ব্যাপক প্রচার-প্রচারণা করা উচিত ছিল। তাহলে ভোগান্তি হতো না।
মাইক্রোবাসচালক কামরুল আকন বলেন, আমরা বিভিন্ন জায়গায় ভাড়ায় মাইক্রোবাস নিয়ে যাই। জ্বালানি তেল বিক্রি বন্ধের কারণে এখন বিপাকে পড়েছি। যাত্রীদের নিয়ে দূরে যেতেও পারছি না। জেলা পাম্প মালিক সমিতির সভাপতি ইউসুফ হাওলাদার বলেন, ১০ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দেয়। এর ফলে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা এই কর্মসূচি পালন করেন তারা। এ দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে সংগঠনের পক্ষ থেকে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status