বাংলারজমিন
পটুয়াখালীতে স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
পটুয়াখালী প্রতিনিধি
২৫ মে ২০২৫, রবিবারপটুয়াখালীতে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ অনৈতিক ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামে। এ ব্যাপারে ভিকটিমের বাবা ২১শে মে পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ পেয়ে সদর থানার ওসি ইমতিয়াজ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসআই মো. বেল্লাল হোসেনসহ ২ জন পুলিশ পাঠিয়েছেন বলে জানান বাদীসহ স্বজনরা। অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম (পশ্চিম মাটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের) তৃতীয় শ্রেণির শিশু (১১) শিক্ষার্থীকে প্রায় দিন বিভিন্ন সময় একই এলাকার চিহ্নিত লম্পট মো. তোফায়েল সিকদার (৬০) উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন আনুমানিক সকাল ১১টার দিকে শিশু শিক্ষার্থী তার নানাবাড়ি যাওয়ার পথে মাটিভাঙ্গাস্থ মো. মজিবর আকনের পরিত্যক্ত দোকানের সামনে পৌঁছালে সেখানে থাকা লম্পট তোফায়েল সিকদার ওই শিশুটিকে জোরপূর্বক ধরে নিয়ে পরিত্যক্ত দোকানে থাকা বেঞ্চে নিয়ে মুখ চেপে ধরে শিশুটির শ্লীলতাহানি করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মেয়েটিকে ছেড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ওই লম্পট। পরবর্তীতে বিষয়টি ভিকটিমের মুখে এবং স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে লম্পট তোফায়েল সিকদারকে বিবাদী করে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন ভিকটিমের বাবা। এ ব্যাপারে সদর থানার তদন্ত অফিসার এসআই মো. বেল্লাল হোসেন জানান, ওসি স্যারের নির্দেশে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করে আসছি। সিদ্ধান্তের ব্যাপারে স্যার (ওসি) জানেন। এ ব্যাপারে সদর থানার ওসিকে একাধিকবার ফোন করে তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।