ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

মিরসরাইয়ে থ্রি-হুইলার বন্ধের দাবিতে মানববন্ধন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ মে ২০২৫, সোমবার

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রামের মহাসড়কে থ্রি-হুইলার, সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটি চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ, সমাবেশ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মিরসরাইয়ের সচেতন নাগরিক ব্যানারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। রোববার সকালে উপজেলা সদরে পুরাতন পল্লী বিদ্যুৎ সংলগ্ন মহাসড়কের সামনে থেকে মিছিল শুরু হয়ে ইউটার্ন হয়ে উপজেলা সড়কের সামনে শেষ হয়। এ সময় তারা মহাসড়কের পাশে বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সচেতন নাগরিকদের পক্ষে আব্দুল মান্নানের নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জয়নাল আবেদীন, সাইফুল ইসলাম লিমন, দিদারুল আলম, মোশারফ হোসেন, মো. ইউনুছ, আব্দুর রহিম শান্ত প্রমুখ। মানববন্ধনে অংশ নেয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ থ্রি-হুইলার ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এতে মানুষের প্রাণহানিসহ অঙ্গহানি হচ্ছে। সড়কে প্রতিদিন বাড়ছে লাশের মিছিল। মহাসড়কে এসব থ্রি-হুইলার চলাচল বন্ধে হাইকোর্টে নির্দেশনা থাকলে প্রশাসনের গাফিলতির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। প্রশাসনের নীরবতার কারণে বাড়ছে দুর্ঘটনা। সড়ক-মহাসড়ক থেকে সড়ক দুর্ঘটনা রোধ করতে হলে দ্রুত থ্রি-হুইলার চলাচল বন্ধ করতে হবে। তারা আরও বলেন, আমাদের দাবি দ্রুত বাস্তবায়ন না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। মহাসড়ক অবরোধ করতে বাধ্য হবো।
মানববন্ধন শেষে তারা মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন। ইউএনও জনগুরুত্বপূর্ণ হিসেবে অবহিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, মহাসড়কে তিন চাকার যান চলাচলে উচ্চ আদালত থেকে নিষেধাজ্ঞা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে ব্যবস'া নেয়ার জন্য জানাবো। এ ছাড়া সাধারণ জনগণ যেন এসব যান এড়িয়ে চলে, সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status