বাংলারজমিন
খুলনায় অর্থপাচার মামলায় ব্যবসায়ীর ১০ বছরের জেল
স্টাফ রিপোর্টার, খুলনা থেকে
২৬ মে ২০২৫, সোমবারভারতে অর্থপাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনার একটি আদালত মেসার্স শেখ ব্রাদার্সের কর্ণধার এসএম হাফিজুর রহমানকে দুটি ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। গতকাল খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. ইয়াছিন আলী। তবে রায় ঘোষণার সময়ে অভিযুক্ত আদালতে উপসি'ত ছিলেন না।
আদালত সূত্র জানায়, খুলনার মুন্সিপাড়ার প্রথম গলিতে অবসি'ত শেখ ব্রাদার্সের কর্ণধার এসএম হাফিজুর রহমান যশোর জেলার কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা ইশারাত আলীর ছেলে। তিনি ভারত থেকে কস্টিক সোডা আমদানির জন্য আইএফআইসি ব্যাংক খুলনা শাখা হতে ২০০০ সালের ১৯শে জানুয়ারি থেকে একই বছরের ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪টি এলসি খোলে। তিনি এলসির বিপরীতে কস্টিক সোডা আমদানি না করে জাল ও ভুয়া রেকর্ড আইএফআইসি ব্যাংক খুলনায় দাখিল করে ১ লাখ ১৯ হাজার মার্কিন ডলার বা সমমূল্যের ৬৪ লাখ ৮২ হাজার ৮৭৫ টাকা ভারতে পাচার করেন। এ ঘটনায় ২০১৪ সালের ২৯শে এপ্রিল দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক এস এম শামীম বাদী হয়ে খুলনা থানায় হাফিজুরকে আসামি করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় ২০১৭ সালের ৯ই এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন সহকারী পরিচালক আবুল হাসেম আসামিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর একই বছরের ৬ই নভেম্বর আসামি হাফিজের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। দুদকের পিপি সেলিম আল আজাদ বলেন, আসামি হাফিজ ভারত থেকে কস্টিক সোডা আমদানির জন্য আইএফআইসি খুলনা শাখায় এলসি খোলেন। ওই এলসিতে ভুয়া বিল অফ এন্ট্রি দাখিল করে টাকাগুলো ভারতে পাচার করেছেন। তিনি সকল কাগজ ভুয়া এবং জাল করে টাকাগুলো নিয়েছেন।