বাংলারজমিন
লক্ষ্মীপুরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনতাই, গ্রেপ্তার ৯
লক্ষ্মীপুর প্রতিনিধি
২৬ মে ২০২৫, সোমবার
লক্ষ্মীপুরের কমলনগরে হাতকড়াসহ আশরাফ উদ্দিন রাজন রাজু নামে এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে কমলনগর থানার উপ-পরিদর্শক প্রদীপ চন্দ্র দাস বাদী হয়ে এ মামলা করেন। মামলায় আওয়ামী লীগ নেতা আশরাফ উদ্দিন রাজন রাজুকে প্রধান করে ২৭ জনের নাম উল্লেখ করে আরও ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার চরঠিকা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রাজু চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা রাজুকে ধরতে পুলিশ চরঠিকায় যায়। এ সময় তাকে ধরে থানায় নিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের ওপর হামলা, পুলিশের কাজে বাধা প্রদান করার অভিযোগে মামলা দায়ের করা হয়। মামলায় ২২৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
উল্লেখ্য, রাজুকে শনিবার দুপুর ১২টার দিকে চরকাদিরা ইউনিয়নের চরঠিকা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তার কর্মী-সমর্থকরা জড়ো হয়ে পুলিশকে অবরুদ্ধ করে হাতকড়া অবস্থায় ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে যান। সেখানে তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে অবরুদ্ধ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। রাজু উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরকাদিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার বিরুদ্ধে থানায় ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।