বাংলারজমিন
চকরিয়ায় সাফারি পার্কে নীলগাইয়ের মৃত্যু
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
২৬ মে ২০২৫, সোমবারকক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে এবার চিকিৎসাধীন অবস'ায় মারা গেছে নীলগাই। এ নিয়ে একমাসের মধ্যে দু’টি প্রাণীর মৃত্যু হয়েছে। গত শনিবার সাফারি পার্কের ভেটেরিনারি হাসপাতালে ঘটেছে এ ঘটনা। মারা যাওয়া নীলগাইটি মহিলা লিঙ্গের প্রাপ্ত বয়স্ক।
স'ানীয়রা অভিযোগ করেন, সাফারি পার্কের সংশ্লিষ্টদের কর্তব্য অবহেলা এবং রোগ নিরূপণে ত্বরিত পদক্ষেপ না নেয়ার কারণে নীলগাইটির মৃত্যু হয়েছে। তবে, অভিযোগ অস্বীকার করেছেন পার্কের ভেটেরিনারি হাসপাতালের সার্জন খাতেম জুলকার নাইন। তিনি জানান, ১১ই মে পঞ্চগড় থেকে আহত অবস'ায় নীলগাইটি ১৫ই মে পার্কে আনা হয়েছে। এ সময় গাইটির ৪টি পাসহ সর্ব শরীরে ব্যাপক আঘাতের চিহ্ন রয়েছে। এমনকি পায়ের জয়েন্ট ভেঙে গিয়ে তরল পদার্থ বের হওয়ার কারণে ক্ষতস'ানে ব্যাপক জীবাণু প্রবেশ করে মারাত্মক ক্ষতির শিকার হয় পশুটি। একপর্যায়ে রোগ প্রতিরোধে শারীরিক সক্ষমতাও হারিয়ে যায়। প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেয়ার পরও নীলগাইটি সুস' না হয়ে মৃত্যু হয়েছে।