বাংলারজমিন
সিলেটে কবি নজরুলের ১২৬তম জন্মদিন পালন
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মে ২০২৫, সোমবারদুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়ে বলেন- নজরুল ইসলামের লিখনিতে ফুটে উঠেছে গণমানুষের চাওয়া-পাওয়া। তিনি গতকাল দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জন্মবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত সিলেট নগরীর রিকাবীবাজারস' নজরুল চত্বরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপসি'ত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, ড. চিন্ময় চৌধুরী, সুরকার শিল্পী আলাউদ্দিন ফকির, ব্যবসায়ী নেতা মুজিবুর রহমান চৌধুরী, রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক শহীদ আহমদ খান সাবের, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়া, নির্মাণ শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখার অন্যতম নেতা মিজান গাজী, কবি শাহিদুর রহমান চৌধুরী, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের সদস্য শিক্ষানবিশ আইনজীবী তামিম রহমান চৌধুরী, জুয়েল আহমদ নীপু প্রমুখ। শেষে কবি কাজী নজরুল ইসলামের রূহের মাগফিরাত, দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।