ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

সিলেটে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৬ মে ২০২৫, সোমবার

সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে হত্যার হুমকির প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধনে বক্তারা বলেছেন, প্রশাসনের দুর্বলতার কারণে সংগঠনের তৎকালীন সাধারণ সম্পাদককে হত্যার শিকার হতে হয়েছিল। ঠিক একই কায়দায় আবারো বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল আজিজকে চিহ্নিত সন্ত্রাসী দ্বারা হত্যার হুমকি দেয়া হয়েছে। অথচ প্রশাসন তার বিরুদ্ধে কোনো প্রদক্ষেপ নিচ্ছে না। গতকাল সকালে নগরীর দক্ষিণ সুরমায় অবসি'ত সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। হুমকিদাতাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বক্তারা বলেন, প্রশাসনের দুর্বলতার কারণে যদি বিগত দিনের ন্যায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার দায়-দায়িত্ব প্রশাসনকেই নিতে হবে। প্রশাসনের আর কোনো দুর্বলতা সহ্য করা হবে না। সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সহ-সভাপতি কাউছার আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সহ-সাধারণ সম্পাদক সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জলিল, অর্থ সম্পাদক ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক রোমান হোসেন, প্রচার সম্পাদক গোলাপ খান, লাইন সম্পাদক নুরুল হুদা রুবেল, কার্যকরী সদস্য ইমান আলী, আলমগীর হোসেন প্রমুখ। মানববন্ধন শেষে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নিকট স্মারকলিপি প্রদান করেন সিলেট বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status