বাংলারজমিন
হাটহাজারীতে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
২৬ মে ২০২৫, সোমবারচট্টগ্রামের হাটহাজারীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। পরদিন বাড়ি থেকে বাচু (২৫) নামে গৃহবধূর লাশ উদ্ধার করে থানা পুলিশ। শনিবার রাত ৭টার দিকে পৌরসভার আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড়ে এ ঘটনা ঘটে। মারা যাওয়া গৃহবধূ ওই এলাকার গুরা মিয়ার স্ত্রী। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে। নিহত গৃহবধূ আদর্শ গ্রামের দক্ষিণ পাহাড় এলাকার মৃত সিদ্দিক আহমেদের মেয়ে। তিনি ২ মেয়ে ১ ছেলে সন্তানের জননী। হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ জানান, বাচু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওসি স্যার ঘটনাস'ল পরিদর্শন করেছেন। ওই গৃহবধূর স্বামী গুরা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।