বাংলারজমিন
তেঁতুলিয়ায় নির্মাণের ১৫ দিনের মাথায় দেবে গেল সড়ক
পঞ্চগড় প্রতিনিধি
২৫ মে ২০২৫, রবিবার
নির্মাণকাজ সম্পন্ন হওয়ার ১৫ দিনের মাথায় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি এলাকার একটি সড়ক দেবে গেছে। অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সংশ্লিষ্টরা সড়কটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযোগ করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে বুড়াবুড়ি জামে মসজিদের সামনে একটি ইটবোঝাই ট্রাক থেকে ইট আনলোড করার জন্য পেছনের দিকে যাওয়ার সময় সড়কটি দেবে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, কিছুদিন আগে যে স্থানে সড়ক দেবে গেছে সেখানে সাবগ্রেড ও সাববেইজের কাজ করার পর বৃষ্টিপাতে ভেঙে বালু ও খোয়া পাশের পুকুরে চলে যায়। পরে ওই স্থানে ঠিকাদার আবার বালু ও খোয়া ফেলে ভরাট করে। কিন্তু রোলার ব্যবহার না করে সরাসরি কার্পেটিং সম্পন্ন করা হয়। এ সড়কে ব্যবহৃত পাথর, বালু ও ডাস্ট ছিল নিম্নমানের। প্রাইম কোট ছাড়াই তড়িঘড়ি করে ডেন্স কার্পেটিং করে কাজ শেষ করা হয়েছে। এলজিইডি সূত্র জানায়, চলতি অর্থবছরে বুড়াবুড়ি বাজার থেকে ইউনিয়ন পরিষদ পর্যন্ত ১ হাজার ৫৬৫ মিটার সড়ক উন্নয়নের জন্য ১ কোটি ৮৪ লাখ ৬৪ হাজার ১৭৯ টাকার কার্যাদেশ দেয়া হয়। কাজটি বাস্তবায়ন করে ‘জারা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কয়েকজন মিলে কাজটি করা হয়।
এ বিষয়ে স্থানীয় মো. বুধারু নামের এক ব্যক্তি বলেন, ইট আনলোড করার জন্য একটি ট্রাক পেছনে ব্যাক দিলে মসজিদের সামনে সড়কটির একটি অংশ দেবে যায়। এর আগেও সেখানে ভেঙে গিয়েছিল। কিন্তু কার্পেটিংয়ের আগে সেখানে খোয়া ও বালু আলগা করে ভরাট করার পর রোলিং না করে কার্পেটিং করা হয়। ফলে এমন সমস্যা। স্থানীয়রা জানিয়েছে, এলজিইডি’র সব কাজ দেখভাল ও তদারকি করেন জয়নাল আবেদিন নামের এক সার্ভেয়ার। এতে জনমনে প্রশ্ন উঠেছে। এলজিইডি’র তেঁতুলিয়া উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ইউএনও স্যারসহ আমরা দেবে যাওয়া সড়ক দেখার জন্য গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, কাজের মান ও দুর্বল জায়গা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। সড়কটি দেবে গেলেও এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানে হয়েছে।