ঢাকা, ২৬ মে ২০২৫, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

চট্টগ্রামের কারখানায় তৈরি হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফ’র ইউনিফর্ম

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২৬ মে ২০২৫, সোমবার
mzamin

চট্টগ্রামের একটি পোশাক কারখানা থেকে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ২০ হাজার ৩শ’ পিস পোশাক (ইউনিফর্ম) উদ্ধার করেছে পুলিশ। গত ১৭ই মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয়। এ ঘটনায় পোশাক কারখানাটির মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল এ ঘটনা জানাজানি হয়। এ ঘটনায় গত ১৮ই মে ৪ জনকে আসামি করে বায়েজিদ বোস্তামী থানায় মামলা দায়ের করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশের এসআই ইকবাল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলো- সাহেদুল ইসলাম, গোলাম আজম ও নিয়াজ হায়দার। পুলিশ জানায়, সাহেদুল ইসলাম ওই গার্মেন্টসের মালিক। অন্যরা এসব ইউনিফর্ম তৈরির কার্যাদেশ এনেছিল। মামলায় উল্লেখ করা হয়, গত মার্চ মাসে ইউনিফর্মগুলো তৈরির কাজ দিয়েছিল গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মংহ্লাসিং মারমা প্রকাশ মং নামের একজনের কাছ থেকে ২ কোটি টাকা চুক্তিতে ইউনিফর্ম তৈরির কাজ নেয়। মংহ্লাসিংকে কেএনএফ সদস্যরা তাদের কাপড়ও দিয়ে যায়। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের কথা ছিল। তবে এর আগেই গোপন সূত্রে খবর পেয়ে রিংভো অ্যাপারেলস থেকে ২০ হাজার ৩০০ পিস ইউনিফর্ম জব্দ করে পুলিশ। সিএমপি’র দায়িত্বশীল কেউ এ বিষয়ে বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন। এদিকে, এ বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার হাসিব আজিজ একে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে ঘটনাটি অস্বীকার করেন। তবে সিএমপি’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা বিপুল পরিমাণ ইউনিফর্ম জব্দ করেছি এবং ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status