বাংলারজমিন
নবীনগরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২৫ মে ২০২৫, রবিবারব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় লিচু খাওয়ার সময় বিচি গলায় আটকে আবু বক্কর (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু আবু বক্কর বিদ্যাকুট গ্রামের বাসিন্দা মো. তারেক জিয়ার ছেলে। ঘটনার সময় সে তার নানার বাড়িতে ভৈরব নগর বেড়াতে গিয়েছিল।
জানা গেছে, তার নানা বাজার থেকে সকালে লিচু নিয়ে আসে। খেলাধুলার ফাঁকে একপর্যায়ে আবু বক্কর লিচু খাচ্ছিল। অসাবধানতাবশত একটি লিচুর বিচি গলায় আটকে গেলে সে শ্বাস নিতে না পেরে হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান।
পরে অবস্থা গুরুতর দেখে শিশুটিকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটি হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।