বাংলারজমিন
সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং সন্ত্রাসীদের ছুরিকাঘাতে কিশোর নিহত, গ্রেপ্তার ৪
স্টাফ রিপোর্ট, নারায়ণগঞ্জ থেকে
২৫ মে ২০২৫, রবিবার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাং সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আব্দুল্লাহ খান পায়েল (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। হত্যকাণ্ডের ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে আদমজীর দক্ষিণ কদমতলী এলাকায়। এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা শামীম খান ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে। তারা হলেন হৃদয় ওরফে পাইটু হৃদয় (১৫), মো. মেহেদী (১৫), শুভ (১৫) ও মো. হৃদয় (৩০)। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। নিহত পায়েল নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকার শামীম খানের ছেলে। তারা সিদ্ধিরগঞ্জে গোদনাইল উত্তর ধনকুণ্ডা এলাকায় ভাড়ায় বসবাস করে। নিহতের বাবা শামীম খান জানান, শুক্রবার রাতে লোক মুখে ছেলের আহতের খবর পেয়ে নারায়ণগঞ্জের খানপুরের ৩শ’ শয্যা হাসপাতালে যাই। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল নিয়ে যেতে বলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহিনুর আলম জানান, কয়েকদিন আগে একটি মারামারির ঘটনা ঘটে। সেই ঘটনার সূত্র ধরে হৃদয় ও সাব্বির নামে দু’জন আব্দুল্লাহকে ডেকে নিয়ে আসে। পরে সেখানে আব্দুল্লাহকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে হাসতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করেছে। পুলিশ ও র্যাব পৃথক অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ আসামিকে গ্রেপ্তার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।