বাংলারজমিন
আমরা বন বিভাগ রক্ষার কাজটা দুই ভাগে করছি- উপদেষ্টা রিজওয়ানা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে
২৫ মে ২০২৫, রবিবারবন বিভাগের জমি বেদখল হওয়া প্রসঙ্গে পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সবটাই যে বন বিভাগের অজ্ঞাতসারে হয়েছে তা নয়। কোথাও জানিয়েই হয়েছে, সমঝোতাতেই হয়েছে। এগুলো নিয়ে প্রচুর আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি প্রক্রিয়াগুলোর বেশির ভাগই দেখা যাচ্ছে বনবিভাগের বিরুদ্ধে আছে। ?এখন আমাদের সীমিত সময়ের মধ্যে আমরা বন বিভাগ রক্ষার কাজটা দুই ভাগে করছি। এগুলো নিয়ে প্রচুর আইনি প্রক্রিয়া চলছে। শনিবার বিকালে গাজীপুরের পিটিআই অডিটোরিয়ামে নদী ও জলাভূমি সিম্পোজিয়ামে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, যে সকল বন উন্নয়ন কার্যক্রমের জন্য নেয়া হয়েছিল এবং যেগুলোর স্পষ্ট বিকল্প আছে সেগুলো ফেরত আনার প্রক্রিয়া শুরু করেছি। গাজীপুরে আমরা দুভাগে কাজ শুরু করেছি। একটি হল ৫ই আগস্টের পর যেগুলো দখল হয়েছে সেগুলোতে আইনি জটিলতা নেই।? ফলে এটা আমরা প্রথম দফায় শুরু করেছি। দ্বিতীয় দফায় আমরা যেটা করব, সেটি হলো- যেগুলোর স্থিতি অবস্থা নেই, স্থগিতাদেশ নেই, আইনি প্রক্রিয়া নেই সেগুলোতে আমরা উচ্ছেদ অভিযান চালাবো। তবে বিষয়টি যতটা সহজ মনে হয় বিষয়টা ততটা সহজ নয়। আমাদের সীমিত সময়ের মধ্যে আমরা বন বিভাগ রক্ষার কাজটা দুইভাগে করছি। সোনাদিয়া দ্বীপটাকে অর্থনৈতিক অঞ্চল থেকে বনবিভাগের মধ্যে নিয়ে আসার কাজ প্রায় চূড়ান্ত হয়ে আছে।? যে সকল বনের স্পষ্ট বিকল্প আছে সেগুলো ফেরত আনার কাজটা আমরা শুরু করে দিয়েছি। ওয়াটার ফোরাম কর্তৃক আয়োজিত নদী ও জলাভূমি সিম্পোজিয়াম সংস্থাসমূহের এই আয়োজনের উদ্দেশ্য হলো গাজীপুরের নদী ও জলাভূমি রক্ষায় করণীয় নির্ধারণ এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার কৌশল নির্ধারণ। এতে গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফীনের সভাপতিত্বে জিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম, জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ মনির হোসেন বক্তব্য রাখেন।