ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

বিশিষ্ট ব্যক্তিবর্গের সভা

অন্তর্বর্তী সরকারের আমলেও সিলেটের উন্নয়নে বৈষম্য হচ্ছে

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ মে ২০২৫, রবিবার
mzamin

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের শাসনামলের পর থেকে উন্নয়নে পিছিয়ে রয়েছে সিলেট। বিগত সরকারের সময় আশানুরূপ উন্নয়ন পাননি এ অঞ্চলের মানুষ। বিশেষ করে ঢাকা-সিলেট ৬ লেন সড়ক, সিলেট-আখাউড়া ডাবল রেললাইন নির্মাণ ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামোগত উন্নয়ন সবকিছুতে ধীরগতি। দুর্নীতির কারণেও পিছিয়ে যায় উন্নয়ন কর্মকাণ্ড। এসব নিয়ে বিগত সরকারের শেষ সময়ে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। গতকাল দুপুরে সিলেটে প্রবাসী সাংবাদিক খলকু কামাল আয়োজিত সিলেটের উন্নয়ন নিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গের এক সভায় এ কথা বলেন বক্তারা। তারা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারও বিগত ১০ মাসে সিলেটের উন্নয়নের দিকে ফিরেও তাকায়নি। প্রশাসনের যারা সিলেটের লোকজন রয়েছেন তারাও মুখ ফিরিয়ে রয়েছেন। উপদেষ্টারাও সিলেটে দিকে নজর দিচ্ছেন না। সবমিলিয়ে সিলেটে উন্নয়ন বন্ধ্যাত্ব চলছে বলে বক্তারা অভিমত করেন। এই অবস্থা থেকে উত্তরনের জন্য সিলেটের বিশিষ্ট নাগরিকদের নিয়ে একটি ফ্ল্যাটফরম গড়ে তোলার আহ্বান জানানো হয়। সিলেট-আখাউড়া ডাবল রেললাইন দ্রুত নির্মাণ ও ওসমানী আন্তর্জাতিক এয়াপোর্টের টার্মিনাল নির্মাণকাজ দ্রুত সম্পন্ন ও বিদেশি এয়ারলাইন্স উঠা-নামার দাবিতে নগরের জিন্দাবাজারের একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়। সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উর নুরের সভাপতিত্বে ও জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি মুফতি আব্দুর রহমান চৌধুরী এডভোকেটের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি বদরুল আহমদ চৌধুরী এডভোকেট, সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, প্রবীণ সাংবাদিক মুহাম্মদ ফয়জুর রহমান, প্রবীণ সাংবাদিক আফতাব চৌধুরী, সিলেট বিভাগ গণদাবি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক শফিকুর রহমান, সিলেট প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ড এসোসিয়েশন কমিটি সিলেটের চেয়ারম্যান হিজকিল গুলজার, দৈনিক মানবজমিন-এর সিলেট ব্যুরো প্রধান ওয়েছ খছরু, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন প্রমুখ। সভায় প্রারম্ভিক বক্তব্যে আমেরিকা প্রবাসী কমিউনিটি নেতা খলকু কামাল সিলেটের উন্নয়নে সবাইকে দায়িত্বশীর ভূমিকা পালন করার আহ্বান জানান। তিনি সিলেটের উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য দলমত বির্নিশেষে সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। বক্তারা অতীতে সিলেটের উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও সাবেক স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরীর বলিষ্ঠ ভূমিকার প্রশংসা করে সিলেটের চলমান গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর কাজে ধীরগতিতে ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জনান। সিলেট বিভাগ থেকে ৪ জন উপদেষ্টা নিয়োগেরও দাবি জানান। সভায় সিলেটের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status