ঢাকা, ২৫ মে ২০২৫, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ জিলক্বদ ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

‘ভোট বিক্রি করলে দলের ভবিষ্যৎ খারাপ হবে’

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ মে ২০২৫, রবিবার
mzamin

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, যদি সামান্য অর্থের কাছে ভোট বিক্রি করে দেন, তাহলে দেশের এবং দলের ভবিষ্যৎ খারাপ হবে। তাই বিগত দিনে আন্দোলন সংগ্রামে যারা ছিলেন, জেল খেটেছেন, ওই সুপারি বাগানে, নৌকায় ঘুমিয়ে, খড়ের পালায় ঘুমিয়ে যারা দিন কাটিয়েছেন- আপনারা তাদের ভোট দেবেন। যারা কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, সুবিধাভোগী, যাদের আন্দোলন, সংগ্রাম ও মাঠে ময়দানে কোথাও দেখিনি তাদেরকে আপনারা ভোট দেবেন না। যারা আন্দোলন সংগ্রামে ছিল, দুর্দিনে দলের পাশে ছিল- তাদের আপনারা ভোট দেবেন। তা না হলে আপনারা আল্লাহ্‌র কাছে দায়ী থাকবেন। শনিবার বিকালে সদর উপজেলার চররুহিতার রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তৃণমূল বিএনপি’র প্রতিনিধি নির্বাচন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি’র চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাই তিনি বিনা কারণে, বিনা অপরাধে জেল খেটেছেন, অনেক নির্যাতনের শিকার হয়েছেন। তবুও কারও কাছে মাথা নত করেননি। তিনি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। কিন্তু দেশ ছেড়ে যায়নি। অথচ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিলিয়ে দিয়ে খুুনি হাসিনা এই দেশে অবৈধভাবে দীর্ঘ তিনবার বিনা ভোটে ক্ষমতা দখল করে রাখেন। এরপর ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান। কিন্তু হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো এই দেশে রয়েছে। তাদের বিচার করতে হবে। আবুল খায়ের ভূঁইয়া আরও বলেন, বর্তমানে দেশে ত্রিমুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক আবদুল করিম ভূঁইয়া মিজান, বিএনপি নেতা অধ্যাপক নুরুল আলম বুলবুল, জেলা কৃষক দলের সভাপতি মাহাবুবুল আলম মামুন, থানা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন, চররুহিতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি নুর হোসেন চৌধুরী আরজু ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম স্বপন, ইউনিয়ন যুবদলের সভাপতি ফিরোজ আলম চৌধুরী সোহাগ ও সাধারণ সম্পাদক সফি মাহমুদ মিজু ও যুবদল নেতা কামালুর রহিম মানিক প্রমুখ।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status