বাংলারজমিন
লাখাইয়ে পরিষদের গোডাউন থেকে বিজিডি’র চাল চুরি
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
২৫ মে ২০২৫, রবিবারহবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের গোডাউনের জানালা ভেঙে বিজিডি’র ৭/৮ বস্তা চাল চুরির ঘটনা ঘটেছে। গত বুধবার দিবাগত রাতে এ চুরির ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৬নং বুল্লা ইউনিয়নের দুস্থ মহিলা উন্নয়ন কর্মসূচির বিজিডি কার্ডের বিপরীতে এই বস্তাগুলো বিতরণের জন্য ইউনিয়নের গোডাউনে তুলে রাখা হয়। বুল্লা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত গ্রাম পুলিশ পরিচয় দাস জানান, সুজন রবি দাস এবং প্রান্তোস দাস ইউনিয়নের একটি কক্ষে ঘুমিয়ে ছিল। সকালে আমি পরিষদে এসে গোডাউনের জানালা ভাঙা দেখতে পাই। পরে দেখি কে বা কারা ৭/৮ বস্তা চাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে ৮নং ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম বলেন, ২ বস্তা চাল চুরি হয়েছে। কিন্তু কারা নিয়েছে এখন পর্যন্ত পাওয়া যায়নি।
চাল চুরির বিষয়টি নিশ্চিত করে বুল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ সৌরভ বলেন, আমার ইউনিয়ন পরিষদ হলরুম থেকে বুধবার দিবাগত রাতে জানালা ভেঙে বিডব্লিউবি কর্মসূচির ২ বস্তুা চাল চুরির ঘটনা ঘটেছে।
সরজমিন চুরির ঘটনার পর গত বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের গোডাউন রুমে গিয়ে দেখা যায়, ১৬ বস্তা চাল পড়ে রয়েছে। ট্যাগ অফিসার-পজীব কর্মকর্তা কে.এম আব্দুস সাহেদের দেয়া তথ্য অনুযায়ী ৩৬ বস্তা চাল ছিল। সেখান থেকে দুই বস্তা চুরি হলে ৩৪ বস্তা থাকার কথা। কিন্তু দেখা গেল ১৬ বস্তা চাল রয়েছে। আবার গ্রাম পুলিশ বলছেন সাত আট বস্তা চুরি হয়েছে, এ নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে।