বাংলারজমিন
সারাদেশে ভূমি মেলার উদ্বোধন
বাংলারজমিন ডেস্ক
(৫ ঘন্টা আগে) ২৫ মে ২০২৫, রবিবার, ৮:৫০ অপরাহ্ন

সারা দেশে ভূমি মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মেলা উপলক্ষে গতকাল দেশের প্রতিটি উপজেলায় র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। ভূমি সেবা সপ্তাহের অংশ হিসেবে এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’। এবার ২৫শে মে থেকে ২৭শে মে পর্যন্ত ৩ দিন এ ভূমি মেলা অনুষ্ঠিত হবে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
নলডাঙ্গা
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নলডাঙ্গায় ভূমি মেলার উদ্বোধন হয়েছে। রোববার সকালে উপজেলা ভূমি কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এ ভূমি মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেদুয়ানুল হালিম, ও সহকারী কমিশনার (ভূমি), মোঃ আশিকুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কিশোয়ার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা , উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল , জামায়াত নেতা ও বৈষম্য বিরোধী ছাত্রনেতা ও পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও সেবাগ্রহিতাগণ।
মেঘনা
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি জানান, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশে আয়োজিত ভূমি সেবা সপ্তাহের অংশ হিসেবে মেঘনা উপজেলায় তিনদিনব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। ২৫ মে শনিবার মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হ্যাপী দাস। উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভূমি সেবাপ্রার্থীদের অংশগ্রহণে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবার বিষয়ে সাধারণ জনগণকে অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমিন, মুক্তিযোদ্ধা কালীন কমান্ডার মো. আব্বাস উদ্দিন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মতিউর রহমানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও সেবাগ্রহীতারা।
বিরামপুর
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি জানান, বিরামপুরে ভূমি মেলা উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অঃ দাঃ) নুজহাত তাসনীম আওন এ ভূমি মেলার উদ্বোধন করেন। উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে এদিন সকাল ১১টায় ভূমি মেলা উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কমল কৃষ্ণ রায়, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বিপুল কুমার চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান, বিআরডিবি কর্মকর্তা লুৎফর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, ভূমি মালিক, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
কয়রা
কয়রা (খুলনা) প্রতিনিধি জানান, কয়রা উপজেলা ভুমি অফিসের উদ্যোগে ৩ দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় এ উপলক্ষে কয়রা সদরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে ও ভুমি অফিসের নাজির মোঃ মোমিনুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকর, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস, উপজেলা এসএডি অফিসার এস এম মাসুম বিল্লাহ, উপজেলা, ভুমি অফিসের সার্ভেয়ার হাদিছুর রহমান, ইউনিয়ন ভুমি সহকারি কর্মকর্তা পঞ্চানন মল্লিক, কাজী রেজাউল ইসলাম, চারু চন্দ্র মন্ডল, সিরাজুল ইসলাম কাগুতি, মোঃ আবুল হাসানাত প্রমুখ।
ভোলাহাট
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি জানান, ভোলাহাট উপজেলায় 'ভূমি মেলা ২০২৫' এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, সমবায় কর্মকর্তা মো. সবুজ আলী, যুব কর্মকর্তা মো. রবিউল ইসলাম কবিরাজসহ অন্যান্য।
মাধবপুর
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের মাধবপুরে ভূমি মেলা ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মাধবপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণনা র্যালি বের হয়ে পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, জামায়াত ইসলামি মাধবপুর উপজেলা শাখার সভাপতি আলাউদ্দিন ভূইয়া, সেক্রেটারি মোস্তফা কামাল, আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক এম এম গউছ, মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, ছাত্র সমন্বয়ক মো: মাসুম মিয়া প্রমুখ।
কেরানীগঞ্জ
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি জানান, কেরানীগঞ্জে ভূমি মেলা উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (মডেল) সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারি কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে গতকালরোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে থেকে এই র্যালিটি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে গিয়ে শেষ হয়। এই র্যালিটিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল গনি, কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের কানন গো মোঃ শহিদুল ইসলাম, নাজির রাজিব দত্ত, সার্ভেয়ার মোঃ আফজাল হোসেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ভূমি অফিসের মিসকেস সহকারি মোঃ কামরুজ্জামান, শুভোঢ্যা ভূমি অফিসের ভূমি কর্মকর্তা মোঃ আলাউদ্দিন,সহকারী ভূমি কর্মকর্তা রনজিত বাবুসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
আলফাডাঙ্গা
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, আলফাডাঙ্গা উপজেলায় শুরু হয়েছে ৩ দিনের “ভূমি মেলা”। রোববার (২৫ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উদ্বোধন করা হয়েছে । ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত। মেলা উপলক্ষে ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।পরে ভূমি অফিস চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) একেএম রায়হানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার শাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনূল অরা তীন সোফিয়া প্রমুখ।
বান্দরবান
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে শুরু হয়েছে ভূমি মেলা। এ উপলক্ষ্যে গতকাল সকালে বান্দরবান জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর উপেজলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের প্রাঙ্গনে বেলুন ও ফিতা কেটে তিনদিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।পরে সদর উপেজলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় অনুষ্টানে অতিরিক্ত জেলা প্রশাসক মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতান খান হীরামনিসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৌলতখান
দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, দৌলতখানে উদ্বোধন করা হল ৩দিন ব্যাপী ভূমি মেলা। জনসাধারণের দোড় গোড়ায় ভূমি সেবা প্রদানের লক্ষে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে এ মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালির বের হয়। র্যালি শেষে ভূমি অফিস কমপ্লেক্সে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নিয়তি রাণী কৈরী। সহকারী কমিশনার (ভূমি) জনাব মুন্নী ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মন্নান মিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক হোসেন তালুকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী আশ্রাফ উদ্দিন ফারুক, প্রেসক্লাব সভাপতি জাকির আলম, রিপোটার্স ইউনিটির সেক্রেটারী রিয়াজ উদ্দিন, সমন্বয়ক নাহিদ ইসলাম প্রমুখ।
গোপালগঞ্জ
গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে তিন দিনব্যাপী ভূমি উন্নয়ন মেলা-২০২৫ উদ্বোধন করেছেন গোপালগঞ্জের মানবিক জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং উপজেলা ভূমি অফিস গোপালগঞ্জ সদর কার্যালয় এ মেলার আয়োজন করে। রোববার সকাল ১১টায় গোপালগঞ্জ সদর ভূমি অফিসে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫-২৭ মে তিন দিনব্যাপী এ ভূমি মেলার উদ্বোধন করেন। এ মেলা উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় থেকে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য শুভযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে সকাল ১১টায় ফিতা কেটে ভূমি মেলার উদ্বোধন করেন (যুগ্মসচিব) পদে পদোন্নতি পাওয়া জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। এ সময় অন্যান্যের মধ্যে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(আরডিসি, এলএও) প্রবীর বিশ্বাস, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার এম. রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) গোপালগঞ্জ সদর, মিজ বাবলী শবনম, সহকারী ভূমি কর্মকর্তা এস. এম. আনিচুর রহমান সহ ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি ও বিপুল সংখ্যক সেবা প্রত্যাশীগণ উপস্থিত ছিলেন।
নাগেশ্বরী
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, নাগেশ্বরীতে ভূমি মেলা উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টায় ভূমি অফিস কার্যালয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে অফিসের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ভূমি মেলা উদ্বোধনী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এছাড়াও সার্ভেয়ার আব্দুল্লাহ আল কাফি, নাজির কাম ক্যাশিয়ার শফিকুল ইসলাম, সন্তোষপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাসুদ আলমসহ অন্যান্য ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও উপকারভোগী জমির মালিকরা উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, পাকুন্দিয়ায় তিনদিন ব্যাপী ভূমি মেলা শুরু হয়েছে। রোববার দুপুরে মেলার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মামুন সরকারের সভাপতিত্বে জনসচেতনতা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, পৌর বিএনপির সভাপতি এসএএম মিনহাজ উদ্দিন সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন, উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক রাকিবুল আলম ছোটন, পৌর জামায়াতের আমীর মাওলানা নাজমুল ইসলাম ও সেক্রেটারী মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সাতকানিয়া
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সাতকানিয়ায় ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন হয়েছে। ভূমি মন্ত্রণালয়েরো সার্বিক সহযোগিতায় রোববার (২৫ মে) সকাল ১১টার দিকে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ৩ দিনব্যাপী চলবে এ ভূমি মেলা। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম, সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, সমাজ সেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা মৌসুমী ও কানুনগো বাচ্চু মনি চাকমা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালী পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
বরুড়া
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি জানান, বরুড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৫’র উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে মুসলিমা’র সার্বিক তত্ত্বাবধানে ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় ৩ দিনব্যাপী আয়োজিত উক্ত কর্মসূচীর উদ্বোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ, উপজেলা সাব রেজিস্ট্রার সঞ্জয় বড়াল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন সাহা, উপজেলা সহকারী যুবউন্নয়ন অফিসার মোঃ ইলিয়াস মিয়া, এসিল্যান্ড অফিসের নাজির চন্দন চক্রবর্তী, কানগো আবু তাহের, সার্ভেয়ার শাহাদাত হোসেন, অফিস সহকারী শামীমা আক্তার প্রমুখ।
কেন্দুয়া
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, কেন্দুয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলা ভূমি অফিসের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন এসিল্যান্ড নিলুফা ইয়াসমিন নিপা। এরপরে র্যালি অনুষ্ঠিত হয়। এসময় ওসি মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকগণসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সীতাকুণ্ড
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সীতাকুণ্ডে তিন দিনব্যাপী ভূমি মেলার প্রথম দিনেই সেবা প্রার্থীদের উপচেপড়া ভিড়ে জমজমাট পরিবেশের সৃষ্টি হয়েছে। গতকাল সকাল ১১টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার উদ্বোধন হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগমের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা জামিলুর রহমান, কৃষি কর্মকর্তা ইসতিয়াক আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইসমত আরা বেগম, সমবায় কর্মকর্তা মঞ্জুমান আরা, এলজিইডি’র প্রকৌশলী আলমগীর বাদশা, জনস্বাস্থ্য কর্মকর্তা গণবেশ মহাজনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
হাতীবান্ধা
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি জানান, গতকাল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ভুমি অফিসের আয়োজনে বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নের মাধ্যমে ৩ দিন ব্যাপী ভুমিমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। কর্মসুচীর মধ্যে ছিল- র্যালি, প্রদক্ষিণ ও আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার ভুমি শামীম মিয়া, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা, আশরাফুল হক বসুনিয়া, এরশাদুল আলম প্রমুখ। সভার সঞ্চালোনা করেন ভুমি অফিসের প্রধান সহকারী মিজানুর রহমান।
শরণখোলা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরাহাটের শরণখোলায় ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একটি রেলী রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস চত্বরে শেষ হয়। গতকাল বিকালে উপজেলার রায়েন্দা সদরে ভূমি অফিস চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি সুদীপ্তি কুমার সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা সোহাগ খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আ. মালেক রেজা, জাইকা প্রকল্পের কর্মকর্তা রিয়াজুর রহমান, রায়েন্দা ইউনিয়ন সদর ভূমি অফিসের সার্ভেয়ার কানুনগো জিএম বাবলু, ৪টি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা মাহবুব আলম, বাচ্চু মিয়া, নেয়ামত আলী ও আনিসুর রহমান।
গফরগাঁও
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহ জেলার গফরগাঁওয়ে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ভূমি অফিস চত্বরে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি। মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিকভাবে প্রদান করা হবে।
ডোমার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি জানান, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে শুরু হয়েছে ভূমি মেলা-২০২৫। উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় গতকাল সকাল সাড়ে ১০টায় ডোমার উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে বেলুন উড়ানো ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবু রাহাত সোহেল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ডোমার পৌর বিএনপির সভাপতি মো. আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মো. মোজাফফর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুরুন্নবী, বীর মুক্তিযোদ্ধা মো. ইলিয়াস হোসেন এবং ছাত্র প্রতিনিধি মাহির মোহাম্মদ মিলন ও মোহাম্মদ শরীফ হোসেন।
অভয়নগর
অভয়নগর (যশোর) প্রতিনিধি জানান, ‘ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ শ্লোগানকে সামনে রেখে যশোরের অভয়নগরে ভূমি সেবা সপ্তাহ-২০২৫ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মমকর্তা জয়দেব চক্রবর্তী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সৈয়দ জাহিদ মাসুদ তাজ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাকির হোসেন হৃদয় সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস এর কর্মকর্তাগণ।
শিবচর
শিবচর (মাদারীপুর) প্রতিনিধ জানান, মাদারীপুরের শিবচরে ৩ দিন ব্যাপী ভূমি মেলা-২৫ এর উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে পায়রা ও ফিতা কেটে উদ্বোধন শেষে সচেতনামূলক আলোচনা সভা করেন তারা। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম, উপজেলা কমিশনার (ভূমি) শাইখা সুলতানাসহ ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরা।
সোনারগাঁ
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রোববার দুপুরে ভূমি মেলা-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস সোনারগাঁ ও কাঁচপুর সার্কেলের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুর মোর্শেদ, কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সেগুফতা মেহনাজ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আলমগীর হোসেন, উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক, সাংবাদিক আল আমিন তুষার, পনির ভুঁইয়া, শেখ ফরিদ প্রমুখ।
আমতলী
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ স্লোগানের মধ্যে দিয়ে আমতলী উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূ’মি মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকাল ১০টায় র্যালী ও সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তারেক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামাল হোসেন, আমতলী থানার ওসি (তদন্ত) আমির হোসেন সেরনিয়াবাত, স্থানীয় সরকার বিভাগের ফ্যাসিলেটেটর মাইনুল ইসলাম, অধ্যাপক আনোয়ার হোসেন আকন, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি ওমর ফারুক জিহাদী, সাংবাদিক জাকির হোসেন, স্কাউট সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।