ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি করপোরেশনে প্রস'তি সভা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২ জুলাই ২০২৫, বুধবার

করোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল বিকালে সিটি করপোরেশনের সভাকক্ষে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সিলেটের করোনা পরিসি'তি ও করোনা প্রতিরোধে প্রস'তি নিয়ে আলোচনা হয়। সিটি করপোরেশনের প্রধান স্বাস'্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান- সিলেটে করোনার ভ্যাকসিন গ্রহণের হার ৮০ শতাংশেরও বেশি। তাই করোনার অ্যান্টিবডিও আছে। এ ছাড়া সিলেটবাসী এ ব্যাপারে সচেতন, তারা স্বাস'্যবিধি মেনে চলেন। তাই সিলেটে করোনা সংক্রমণের হারও খুব কম। তবু পরিসি'তির অবনতি হলে আমরা মোকাবিলায় প্রস'ত আছি। সভায় বিভাগীয় পরিচালক (স্বাস'্য) কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ভাস্কর ভট্টাচার্য জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৩৮১ জনের করোনা পরীক্ষা করে ২৪ জন রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৬ শতাংশেরও কম। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে একজনের। শহীদ ডা. শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ও আইসিইউ শয্যা প্রস'ত আছে। করোনা পরীক্ষার পর্যাপ্ত কিটসহ যাবতীয় প্রস'তি রয়েছে। সভায় সিটি করপোরেশনের প্রধান নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, সিলেটে করোনার সংক্রমণ খুবই কম। এটা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। সংক্রমণ যাতে না বাড়ে সে জন্য স্বাস'্যবিধি মেনে চলতে হবে। এ ছাড়া সংক্রমণ প্রতিরোধ এবং চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রস'তি নিয়ে রাখতে হবে। সভায় সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ দেব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, বিশ্ব স্বাস'্য সংস'ার ডা. মুহাম্মদ ফজলুল কাদের, সিটি করপোরেশনের প্রধান বর্জ্য ব্যবস'াপনা কর্মকর্তা মো. একলিম আবদীন, সীমান্তিকের উপ-নির্বাহী পরিচালক মো. পারভেজ আলম, ইউনিসেফের কনসালটেন্ট ডা. নভোঃজ্যোতি দেব, মো. হুমায়ূন কবীর, সিটি করপোরেশনের বস্তি উন্নয়ন কর্মকর্তা আবুল ফজল খোকন, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স' প্রমুখ উপসি'ত ছিলেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status