বাংলারজমিন
সিলেটে চারটি গাড়ি ভাঙচুর করলো বালু ও পাথর শ্রমিকরা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২ জুলাই ২০২৫, বুধবারসিলেটের কোম্পানীগঞ্জে কর্মসূচি চলার সময় বালু-পাথর শ্রমিকরা ৪টি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় উত্তেজনা দেখা দিলে সেনা সদস্যরা গিয়ে পরিসি'তি স্বাভাবিক করেন। গতকাল বিকাল ৩টার দিকে সিলেটের কোম্পানীগঞ্জ প্রধান সড়কে এ ঘটনা ঘটে। স'ানীয়রা জানিয়েছেন- পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনশন ও অবস'ান কর্মসূচি দ্বিতীয় দিনের মতো কোম্পানীগঞ্জ উপজেলায় পালিত হয়। বালু-পাথর শ্রমিকদের নিয়ে সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়। এখানে দীর্ঘ ৫ ঘণ্টার কর্মসূচি শেষে আন্দোলনকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে এসে অবরোধ দেয়। একপর্যায়ে আন্দোলনকারীরা সড়কে চলাচলকারী যানবাহন বাস, দু’টি প্রাইভেটকার, দু’টি সিএনজি অটোরিকশা ভাঙচুর করে। এ সময় আন্দোলনকারীরা সিলেট-কোম্পানীগঞ্জ-টুকেরবাজার সড়কে দীর্ঘ দেড় ঘণ্টা অবস'ান নেন। পরবর্তীতে কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস'লে উপসি'ত হয়ে হামলাকারী দুই জনকে আটক করে। ঘটনার পর সিলেট থেকে সেনাবাহিনীর দু’টি প্লাটুন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস'লে গিয়ে পরিসি'তি স্বাভাবিক করে। ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানিয়েছেন- এ ঘটনায় আটককৃত দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিসি'তি সামাল দিয়ে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।