ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

জায়গা সংকটে প্রসারিত হচ্ছে না সৈয়দপুরের বিসিক শিল্প নগরী

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবার

নীলফামারীর সৈয়দপুরে নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান স'াপনের জন্য দেশি-বিদেশি উদ্যোক্তাদের আগ্রহ থাকলেও শুধুমাত্র উপযোগী জায়গা না পাওয়ায় গড়ে উঠছে না মাঝারি ও ভারী শিল্প-কারখানা। ১৯৮৩ সালে মাত্র ১০ দশমিক ৯৩ একর জমির ওপর সৈয়দপুরে বিসিক শিল্প নগরী গড়ে উঠলেও তা এখনের প্রয়োজনের তুলনায় সিকি ভাগও না। বারবার তাগাদা দিলেও শিল্প কল-কারখানার মালিকদের কথা কর্ণপাত করছেন না কর্তৃপক্ষ। নীলফামারীর সৈয়দপুর সারা দেশে শিল্পসমৃদ্ধ শহর হিসেবে পরিচিত। এখানে ১০ দশমিক ৯৩ একর জমির ওপর সৈয়দপুর শিল্প নগরীতে রয়েছে ৪৯টি শিল্প-কারখানা। বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী, পাট জাতীয় পণ্য, প্লাস্টিক ব্যাগ, হার্ডবোর্ড, পেরেক, অ্যালুমিনিয়াম তৈজসপত্র, জৈব সার তৈরির শিল্প প্রতিষ্ঠান রয়েছে এখানে।
পাকিস্তান আমল থেকে রেলওয়ে কারখানা থাকার সুবাদে শহরের আশপাশের এলাকা জুড়ে গড়ে ওঠে হালকা মেশিনারিজ কারখানা ও পাট রপ্তানিমুখী জুট বেলিং প্রতিষ্ঠান। সময়ের পরিবর্তনে স্বাধীনতার পর বিসিক শিল্প নগরী স'াপনের পাশাপাশি এখানে গড়ে ওঠে প্রায় হাজারেরও অধিক শিল্প কারখান। বর্তমানে জুট বেলিং প্রতিষ্ঠান কমে গেলেও ৫ শতাধিক ছোট-মাঝারি হালকা মেশিনারিজ, পাটের চট, বস্তা, প্লাস্টিকের বস্তা, বিভিন্ন খাদ্য উৎপাদন, রাইস মিল, পেপার মিল, অ্যালুমিনিয়াম তৈজসপত্র, ইটভাটা, প্লাই উড, হার্ডবোর্ড, কংক্রিট টিন ও টিন তৈরির কারখানা গড়ে উঠেছে। কিন' এসব প্রতিষ্ঠান যত্রতত্র গড়ে ওঠায় বিদ্যুৎ নিরাপত্তাসহ নানাবিধ সমস্যায় পড়তে হয়। ভারী প্রতিষ্ঠানগুলোর অধিকাংশই ফসলি জমি নষ্ট করে গড়ে উঠেছে। জমির মূল্য অত্যাধিক, বিদ্যুৎ, গ্যাস সমস্যা, নিরাপত্তার অভাব ও ব্যাংক লোন পাওয়ার সুবিধা না থাকায় দেশি-বিদেশি কোনো উদ্যোক্তা সৈয়দপুর বা জেলায় আসার ইচ্ছা প্রকাশ করে না। যদিও শিল্প স'াপনের পণ্য পরিবহনে আকাশ, সড়ক ও রেলপথের সুবিধা রয়েছে এখানে।
বিসিক শিল্প নগরীর শিল্প প্রতিষ্ঠানের মালিক আমিনুর রহমান, মো. মোস্তফা, রাজকুমার পোদ্দার ও শওকত চৌধুরী বলেন, কারখানা বড় করার জন্য ও নতুন মেশিন আনার জন্য জায়গার প্রয়োজন কিন' কর্মকর্তাদের বারবার তাগাদা দিয়েও কোনো কাজ হয় না। তাদের কথা নতুনভাবে প্লট বাড়ানোর কোনো পরিকল্পনা নেই। ফলে উদ্যোক্তাদের ইচ্ছা থাকলেও নতুন শিল্পের প্রসার ঘটছে না। সৈয়দপুর বিসিক শিল্প নগরীর কর্মকর্তা মশিউর রহমান বলেন, শিল্প কারখানার প্রসার ঘটাতে নতুন করে জায়গা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status