বাংলারজমিন
বেতাগীতে সরকারি জায়গা দখল করে বালুর ব্যবসা
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবারবরগুনার বেতাগীতে কমিউনিটি ক্লিনিকের জমি জোরপূর্বক দখলে নিয়ে বালুর ব্যবসা করছেন রফিক মৃধা ও রুবেল নামের দুই ব্যবসায়ী। বাধা দিতে গেলে হেনস্তার শিকার হন ওই কমিউনিটি ক্লিনিকের ইনস্ট্রাক্টর গোলাম সরোয়ার। হোসনাবাদ ইউনিয়নের জলিশা বাজারের কমিউনিটি ক্লিনিকের সামনের জমি দখলে নিয়ে বালুর ব্যবসা করছেন তারা। হাসিনা পতনের আগে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের সুপারিশে দখলে নিয়ে ব্যবসা করে আসছিল। গত বছরের ৫ই আগস্টের পর কমিউনিটি ক্লিনিকের ইনস্ট্রাক্টর গোলাম সরোয়ার বালু সরিয়ে নেয়ার নির্দেশনা দিলে তাকে নানাভাবে হেনস্তা করা হয়।
বিষয়টি জানতে চাইলে রফিক মৃধা মুঠোফোনে জানান, ‘আমি একা রাখি না, রুবেলও রাখে। এটা তো আর নতুন না, অনেক আগে থেকে বালু রাখি। সরোয়ার ভাই বালু সরাইতে একবার বলছিল, কিন' সরাই নাই। এখন কি করমু হেইয়া কন।’ কমিউনিটি ক্লিনিকের ইনস্ট্রাক্টর গোলাম সরোয়ার বলেন, ৫ই আগস্টের আগে বাধা দিয়েছি। তখন উপজেলা চেয়ারম্যান (ফোরকান) ফোন দিয়ে বলে ওরা রাখবে। ৫ই আগস্টের পর স'ানীয় নেতারা এসে বলে রাখুক। স'ানীয়রা বলেন, দীর্ঘদিন ধরেই এই জায়গা দখল করে রাখছে তারা। বৃষ্টি হলে বালুর জন্য পানি জমে ক্লিনিকে উঠে যায়। আশপাশে জঙ্গল হয়ে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী বলেন, আমরা দ্রুত ব্যবস'া গ্রহণ করবো।