বাংলারজমিন
শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ইজিবাইক চালকের
মাদারীপুর প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবারমাদারীপুরের শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে আব্দুস সালাম আকন (৪৪) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালাম একই এলাকার আব্দুল করিম আকনের ছেলে। পরিবার ও স'ানীয়রা জানায়, সকালে নিজ বাড়িতে ইজিবাইকে চার্জ দিতে বিদ্যুৎ সংযোগ দেয় সালাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে মাটিতে পড়ে যায়। স্বজনরা গুরুতর অবস'ায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস'্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাদারীপুরের শিবচর থানার ওসি মো. রতন শেখ জানান, কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
২
মুরাদনগরে ধর্ষণকাণ্ড / ভিডিও ছড়িয়ে দেয়ার ঘটনায় প্রধান আসামি শাহ পরান গ্রেপ্তার
১০