বাংলারজমিন
দুর্ভোগই যেন নিয়তি
স্টাফ রিপোর্টার, উখিয়া থেকে
২ জুলাই ২০২৫, বুধবারকক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব খেওয়াছড়ি গ্রামের মানুষের জীবন যেন এক দীর্ঘস'ায়ী দুর্ভোগের নাম। গত ১৫ বছর ধরে অবকাঠামো উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত এই গ্রামবাসী এখনো পাকা রাস্তা কিংবা টেকসই একটি ব্রিজের আশায় দিন গুনছে। বর্ষা এলেই সেই অপেক্ষা রূপ নেয় ভয়াবহ কষ্টে।
জানা যায়, আপাতত থিমছড়ি খালের উপর বাঁশের তৈরি একটি অস'ায়ী সাঁকোই এখনো তাদের একমাত্র ভরসা। কিন' বর্ষার প্রবল পানির তোড়ে সেটিও ভেসে যায় প্রায় প্রতি বছর। তখন কোমর সমান পানির মধ্যে দিয়েই পার হতে হয় ওই এলাকার মানুষদের। এই করুণ বাস্তবতা আরও বেদনাদায়কভাবে প্রকাশ পায় গত রোববার যখন গ্রামের এক মৃত ব্যক্তির মরদেহ কবরস'ানে নিতে বাধ্য হয়ে স্বজনদের কোমর পানিতে নেমে মরদেহ বহন করতে হয়। বৃষ্টি ও কর্দমাক্ত পথ পেরিয়ে খালে নেমে লাশ নিয়ে যাওয়ার এই হৃদয়বিদারক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
স'ানীয় যুবক আব্দুল মান্নান বলেন, বছরের পর বছর ধরে রাস্তা বা ব্রিজ কিছুই হয়নি। শুনেছি একাধিকবার বাজেট হয়েছে, কিন' তা অন্যখানে সরিয়ে নেয়া হয় জনপ্রতিনিধিদের ইচ্ছায়। আমাদের দুর্ভোগ যেন দেখার কেউ নেই! আরেক বাসিন্দা নুরুল হুদা বলেন, মরদেহ বহনের এই কষ্ট আমরা প্রতিনিয়ত ভোগ করছি জীবিত অবস'াতেও। অসুস' রোগী, গর্ভবতী নারী, স্কুলগামী শিশু, সবাইকে এভাবেই প্রতিদিন যুদ্ধ করে চলতে হয়। এটা কোনো ভাবেই মানা যায় না।
স'ানীয়দের ভাষ্য, এটা যেন বাংলাদেশের কোনো গ্রাম নয়, যেন অবহেলিত কোনো গহিন দ্বীপ। আমাদের জন্য একটি টেকসই ব্রিজ ও পাকা রাস্তা এখনই প্রয়োজন। প্রতিশ্রুতির পাহাড় নয়, চাই বাস্তব কাজ। এদিকে এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, উপজেলা পরিষদ ও স'ানীয় জনপ্রতিনিধিদের কাছে জরুরি ভিত্তিতে স'ায়ী সেতু ও রাস্তা নির্মাণের জোর দাবি জানিয়েছেন।