ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

ক্লিনিকে প্রসূতির মৃত্যু, আদালতের নির্দেশে তদন্তে পিবিআই

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবার

দিনাজপুরের বীরগঞ্জে আশা মণি নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে আসে। তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। এর প্রেক্ষিতে গতকাল দুপুরে পিবিআই’র এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে একটি তদন্ত দল বীরগঞ্জ পৌর শহরের একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে।
এ সময় বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকার এবং বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল গফুর উপসি'ত ছিলেন। পিবিআই’র এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ জানান, প্রসূতি আশা মণি গত ২০শে জুন সন্তান প্রসবের জন্য ক্লিনিকে ভর্তি হন এবং অপারেশনের সময় তিনি মারা যান। এ ঘটনায় জাতীয় দৈনিক পত্রিকা ও টিভি চ্যানেলে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর দিনাজপুর আদালত বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে মামলা গ্রহণ করে। তদন্তে অপারেশন প্যাডে কখনো ‘একতা ক্লিনিক’ আবার কখনো ‘নিউ একতা ক্লিনিক’ লেখা থাকাসহ লাইসেন্স, চিকিৎসকের যোগ্যতা ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অপারেশনকারী চিকিৎসকের নামের পাশে ‘এএফসি পিএস’ লেখা। তিনি এ ধরনের অপারেশন করার আইনগত অধিকার রাখেন কিনা বিষয়টি যাচাই করা হচ্ছে। আদালতের নির্দেশে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না বলে তিনি জানান।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status