বাংলারজমিন
নরসিংদীতে পিআইও প্রকল্পের অর্ধকোটি টাকা আত্মসাৎ, আটক ২
নরসিংদী প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবারনরসিংদীর শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের (পিআইও) সরকারি টিআর/কাবিখা’র ৮১টি বিলের ৫২ লাখ ৭৮ হাজার টাকা জালিয়াতি করে উত্তোলনের অভিযোগ উঠেছে। হ্নশিবপুর উপজেলা নির্বাহী অফিসার গত ১৫ই জুন টিআর/কাবিখা প্রকল্পে ১৯১টি বিল হিসাবরক্ষণ অফিসে জমা দিলে বাজেট না থাকায় ৮১টি বিল ২৬শে জুন বিলগুলো বাউন্স হয়। বিষয়টি নরসিংদী এনএসআই কর্তৃক অবগত হলে অত্র কার্যালয় পক্ষ থেকে ২৮ থেকে ৩০শে জুন পর্যন্ত বিষয়টি গোপন অনুসন্ধান করা করে। গোপন অনুসন্ধানে প্রাথমিকভাবে পিআইও অফিসের কার্য সহকারী (প্রজেক্ট) তুহিন এবং পিয়ন (আউটসোর্সিং) আশিক সহ ২ জন কর্মচারীর জালিয়াতিপূর্বক সরকারি টাকা উত্তোলনের প্রমাণ পায়। এনএসআই’র আরও গোপন অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদে প্রাপ্ত প্রমাণাদি (ব্যাংকের সিসিটিভি ফুটেজ), উক্ত অফিসের পিয়ন আশিক (আউটসোর্সিং) এর স্বীকারোক্তি ইত্যাদি সহ বিভিন্ন তথ্য স'ানীয় উপজেলা প্রশাসন এবং নরসিংদী জেলা প্রশাসকের কাছে উপস'াপন করে। পরবর্তীতে এনএসআই কর্তৃক প্রদত্ত প্রমাণাদি ও বিষয়বস' পর্যবেক্ষণপূর্বক পিআইও অফিসের অভিযুক্ত উক্ত ২ জনকে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সরকারি টাকা জালিয়াতিপূর্বক আত্মসাৎ করার অভিযোগে অদ্য রাতে শিবপুর মডেল থানা পুলিশ তাদের আটক করে। পুলিশ আটককৃত পিআইও অফিসের ২ জনকে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা কাবিখা/টিআর প্রকল্পের আত্মসাৎকৃত ৫২ লাখ ৭৮ হাজার টাকার মধ্যে ৫২ লাখ টাকা উদ্ধার করে পুলিশ।