ঢাকা, ৫ জুলাই ২০২৫, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ৮ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

নরসিংদীতে সিনিয়র সচিব ওয়াহিদ হোসেনের বৃক্ষরোপণ

নরসিংদী প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবার

নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুল এবং সরকারি শহীদ আসাদ কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেন। পরে রাস্তা উদ্বোধন ও সংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন তিনি।  মঙ্গলবার সকালে  নরসিংদীর বেলাব উপজেলার নারায়নপুর ইউনিয়নের হোসেন নগর পাইলট হাই স্কুলে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২/মৌসুমে নারিকেল, তাল, আম, লেবু, নিম, বেল, জাম, কাঁঠাল, মরিচ, উফশী শাক সবজি, ফসলের আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক কৃষকদের ও প্রতিষ্ঠানে মাঝে বিনামূল্যে চারা, বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন । এ সময় উপসি'ত ছিলেন সিনিয়র সচিব ওয়াহিদ হোসেনের সহধর্মিণী বুশরা ফারাহ ওয়াহিদ, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ আল আমিন হালদার, নরসিংদী জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই, বেলাব থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মুহিবুর রহমান সিদ্দিকী, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ফরিদ উদ্দিন, হোসেন নগর পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আমিনুল হক চৌধুরী, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার কাজল (এম.এ), জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ । অপরদিকে শিবপুর জয়নগর ইউনিয়ন পরিষদ ও প্রাথমিক বিদ্যালয়  পরিদর্শন,বৃক্ষরোপণ এবং রাস্তা উদ্বোধন শিবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা শেষে সরকারী শহীদ আসাদ কলেজের অধ্যক্ষ মো: নাসির উদ্দিন সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল বাসারের সঞ্চালনায় সরকারী শহীদ আসাদ কলেজে বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপসি'ত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াছমিন, শিবপুর থানা ওসি আফজাল হোনাইন সহ বিভিন্ন দপ্তরের অফিসারগন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status