বাংলারজমিন
পীরগঞ্জে দেয়ালে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টার, ইউ’পি চেয়ারম্যান আটক
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবারনিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোষ্টার সাঁটানো এবং জুলাই-আগস্ট বিপ্লবে হামলা, মারধর এবং বিস্ফোরক মামলায় জেলার পীরগঞ্জ উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সনাতন চন্দ্র রায় কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার পূর্ব হাজীপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি বাজার এলাকায় গোপনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোষ্টার সাঁটানো হয়েছে, এতে তার সক্রীয় ভুমিকা রয়েছে । এছাড়াও তিনি গত ৪ আগষ্ট পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর হামলা, মারপিট ও ককটেল বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান সনাতন চন্দ্র রায় কে আটক করা হয়েছে। গ্রেপ্তারের আগে তিনি নিয়মিত তার ইউনিয়ন পরিষধদ দাপ্তরিক কার্যক্রম করে গেছেন। জুলাই-আগষ্ট বিপ্লবের পর থেক তিনি প্রকাশ্যেই তার দায়িত্ব পালন করে আসছিলেন। এমনি করে আরো বেশ কিছু আওয়ামী লীগ নেতা এবং কয়েকজন ইউপি চেয়ারম্যান প্রকাশ্যেই তাদের কার্যক্রম চালাচ্ছেন। এমনকি থানার ওসি’র সাথে বসে উপজেলা পরিষদের সভা-সমাবেশ করছেন। অথচ এসব আ’লীগ নেতা জুলাই বিপ্লবের সক্রিয় অংশগ্রহনকারী এবং আ’লীগের সুবিধাভোগী হিসেবে পরিচিত।