বাংলারজমিন
লালপুরে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ৩
লালপুর (নাটোর) প্রতিনিধি
২ জুলাই ২০২৫, বুধবারনাটোরের লালপুরে আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন উপজেলার লালপুর ইউনিয়নের বাকনাই গ্রামের মো. রেজাউল ইসলামের ছেলে মো. আলম ইসলাম (২৪), বালিতিতা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে মো. রাসেল (২৪) ও হারুন অর রশিদের ছেলে মো. রুবেল আলী (২৮)। থানা সূত্রে জানা যায়, সোমবার রাত সোয়া ১১ টার দিকে উপজেলার লালপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার ও মাদকবিরোধী এক বিশেষ অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ দল। এ সময় বালিতিতা গ্রামে অভিযান চালিয়ে সন্দেহভাজন রাসেল, আলম ও রুবেলের নিকট থেকে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে লালপুর থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মমিনুজ্জামান মানবজমিনকে জানান, আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।