বাংলারজমিন
পূর্বাচলে জবাইকৃত ৫টি ঘোড়া উদ্ধার, একজন আটক
স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ থেকে
২ জুলাই ২০২৫, বুধবার রূপগঞ্জের পূর্বাচলে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করার সময় মঙ্গলবার ভোরে একজনকে আটক করে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয় জবাই করা পাঁচটি ঘোড়ার মাংস ও উচ্ছিষ্ট অংশ। মাংসগুলো রাজধানী ও আশপাশের এলাকার রেস্টুরেন্টেগুলো দির্ঘদিন যাবত গরুর মাংস বলে বিক্রি হতো বলো জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেড। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেড তারিকুল আলম জানান, পূর্বাচল নতুন শহরে আনসার সদস্যগণ টহল ডিউটি করা কালে দেখতে পান একটি চক্র ১০ নাম্বার সেক্টরের নির্জন প্লটে ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়া করছে। এসময় আনসার সদস্যদের উপসি'তি টের পেয়ে দেয়াল টপকে পালিয়ে যায় তারা। পরে আনসার সদস্যরা ধাওয়া করে ফয়েজ মিয়া নামে একজনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেড আরো জানান, চক্রটি দির্ঘদিন যাবত পূর্বাচলের নির্জনস'ানে ঘোড়া এনে জবাই করে গরুর মাংস বলে রাজধানীসহ আশপাশের জেলাগুলোতে সরবরাহ করতো। এখন থেকে এই প্রতারনে নিমূলে প্রশাসন আরো ভাবে কাজ করবে বলে জানান তিনি।